Ajker Patrika

লকডাউন কার্যকরের আগেই দাম বেড়েছে মাস্ক ও স্যানিটাইজারের

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৮: ২০
লকডাউন কার্যকরের আগেই দাম বেড়েছে মাস্ক ও স্যানিটাইজারের

আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণার আগেই বেড়েছে মাস্ক এবং ডেটল, স্যাভলনসহ বিভিন্ন জীবাণুনাশক পণ্যের দাম। তবে চাল, ডাল, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও স্থিতিশীল রয়েছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর কাওরান বাজারের মুদি দোকানি মাসুদুর রহমান জানান, পরিবেশকরা স্যাভলন বিক্রি বন্ধ করে দিয়েছে। তার দাবি, পরিবেশকদের কাছে যথেষ্ট মজুদ আছে। পরে তারা বাড়তি দামে বিক্রি করবে।

মিটফোর্ড এলাকার সার্জিক্যাল পণ্যের ব্যবসায়ী মনোয়ার হোসেন আজকের পত্রিকাকে জানান, লকডাউনের খবর প্রকাশের পর পরই ফুটপাতে মাস্কের বিক্রি বেড়ে গেছে। বেড়েছে দামও। আগে ৫০টি মাস্ক বিক্রি হতো ৬০ টাকায় এখন বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকায়।

তবে চাল তেলের বাজার এখনো স্থিতিশীল আছে বলে জানান বাবুবাজারের মেসার্স তাসলিমা রাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুর রহিম। তিনি জানান, বাজারে বিক্রিবাট্টা আগের মতোই আছে। তবে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা বদলে যেতে পারে বলে ধারণা করছেন তিনি।

একই কথা বলেন কেরানীগঞ্জের আগানগর এলাকার মুদি দোকানি সৌরভ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত