নিজস্ব প্রতিবেদক
ঢাকা: দুপুর বেলা মেঘ কালো করে বৃষ্টি নামে রাজধানীতে। ভারী বৃষ্টি হওয়ার ফলে নগরীর অনেক সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টির কারণে কাজে বের হওয়া মানুষদের পড়তে হয় চরম ভোগান্তিতে। গরমে স্বস্তির বৃষ্টি আশা করেছিল রাজধানীবাসী কিন্তু সেই বৃষ্টি তাদের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।
আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে, বৃষ্টির ফলে জলাবদ্ধতার পাশাপাশি রাস্তায় যানজট লেগে আছে। জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর গাড়ির বন্ধ হয়ে যায়।
বৃষ্টির পর ফার্মগেট, ধানমন্ডি, রাজাবাজার, কারওয়ান বাজার, শ্যামলী, শুক্রাবাদ, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, বাড্ডা, মতিঝিলসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ভোগান্তির বিষয়ে সাধারণ মানুষেরা বলছেন, এক পশলা বৃষ্টিতেই ঢাকার রাস্তায় হাঁটু পানি জমে যাওয়া নতুন কিছু নয়। আজ তো ভালোই বৃষ্টি হয়েছে সেই হিসেবে মানুষের ভোগান্তি তো হবেই। এটা বছরের পর বছর চলে আসছে। তারপরও নগরীর জলাবদ্ধতার সমাধান হয়নি। বিশেষ করে মিরপুর এলাকায় জায়গায়-জায়গায় মেট্রোরেল প্রকল্প ও খানাখন্দের কারণে বৃষ্টি হলে সীমাহীন দুর্ভোগে পোহাতে হয় আমাদের।
মিরপুর রুটের প্রজাপতি পরিবহনের চালক নাসের বলেন, আগারগাঁও থেকে মিরপুর ১২ নম্বর পর্যন্ত সড়কটি যেন মরণ ফাঁদ। বৃষ্টি হলেই এ রাস্তায় দুই ঘণ্টাও যাওয়া যায় না। আজকের বৃষ্টিতে সড়কটি পার হতে কমপক্ষে এক ঘণ্টা সময় লেগেছে।
এদিকে জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই মেয়রের কোনো প্রতিশ্রুতিই কাজে আসছে না। চলাচলে আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু খাল, নর্দমা, বক্স কালভার্ট পরিষ্কার করলেই নগরের জলাবদ্ধতা নিরসন হবে না বলে মনে করেন নগরবিদরা। তার জন্য খালে পানিপ্রবাহ সৃষ্টির পাশাপাশি রাজধানীর বৃষ্টির পানি যাওয়ার পথগুলো যেন ভরাট না হয়, সেদিকে নজর দিতে হবে। পরিকল্পিতভাবে কাজ না করলে ঢাকার দুই মেয়র যে পরিকল্পনা নিয়েছেন তার সুফল মিলবে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় মেঘলা আকাশসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আরও দুই দিন।
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
ঢাকা: দুপুর বেলা মেঘ কালো করে বৃষ্টি নামে রাজধানীতে। ভারী বৃষ্টি হওয়ার ফলে নগরীর অনেক সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বৃষ্টির কারণে কাজে বের হওয়া মানুষদের পড়তে হয় চরম ভোগান্তিতে। গরমে স্বস্তির বৃষ্টি আশা করেছিল রাজধানীবাসী কিন্তু সেই বৃষ্টি তাদের ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে।
আজ বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে দেখা গেছে, বৃষ্টির ফলে জলাবদ্ধতার পাশাপাশি রাস্তায় যানজট লেগে আছে। জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর গাড়ির বন্ধ হয়ে যায়।
বৃষ্টির পর ফার্মগেট, ধানমন্ডি, রাজাবাজার, কারওয়ান বাজার, শ্যামলী, শুক্রাবাদ, রামপুরা, মালিবাগ, শান্তিনগর, বাড্ডা, মতিঝিলসহ বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
ভোগান্তির বিষয়ে সাধারণ মানুষেরা বলছেন, এক পশলা বৃষ্টিতেই ঢাকার রাস্তায় হাঁটু পানি জমে যাওয়া নতুন কিছু নয়। আজ তো ভালোই বৃষ্টি হয়েছে সেই হিসেবে মানুষের ভোগান্তি তো হবেই। এটা বছরের পর বছর চলে আসছে। তারপরও নগরীর জলাবদ্ধতার সমাধান হয়নি। বিশেষ করে মিরপুর এলাকায় জায়গায়-জায়গায় মেট্রোরেল প্রকল্প ও খানাখন্দের কারণে বৃষ্টি হলে সীমাহীন দুর্ভোগে পোহাতে হয় আমাদের।
মিরপুর রুটের প্রজাপতি পরিবহনের চালক নাসের বলেন, আগারগাঁও থেকে মিরপুর ১২ নম্বর পর্যন্ত সড়কটি যেন মরণ ফাঁদ। বৃষ্টি হলেই এ রাস্তায় দুই ঘণ্টাও যাওয়া যায় না। আজকের বৃষ্টিতে সড়কটি পার হতে কমপক্ষে এক ঘণ্টা সময় লেগেছে।
এদিকে জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই মেয়রের কোনো প্রতিশ্রুতিই কাজে আসছে না। চলাচলে আগের মতোই দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু খাল, নর্দমা, বক্স কালভার্ট পরিষ্কার করলেই নগরের জলাবদ্ধতা নিরসন হবে না বলে মনে করেন নগরবিদরা। তার জন্য খালে পানিপ্রবাহ সৃষ্টির পাশাপাশি রাজধানীর বৃষ্টির পানি যাওয়ার পথগুলো যেন ভরাট না হয়, সেদিকে নজর দিতে হবে। পরিকল্পিতভাবে কাজ না করলে ঢাকার দুই মেয়র যে পরিকল্পনা নিয়েছেন তার সুফল মিলবে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় মেঘলা আকাশসহ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে আরও দুই দিন।
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫