ঢাবি প্রতিনিধি
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আখতার, কথা সাহিত্যিক আনিসুল হক, পিপলস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, পূজা সরকারের বাবা অমল সরকার প্রমুখ।
গত ৫ জুন সাভারের বলিয়ানাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চারজন বৈজ্ঞানিক কর্মকর্তা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তরুণ পরমাণুবিজ্ঞানী পূজা সরকার, ড. আরিফুজ্জামান, ফারহানা ইসলাম ও প্রকৌশলী কাওসার আহমেদ রাকী হতে পারতেন দেশের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ, তাঁদের হাতে হতে পারত মানবকল্যাণে বিজ্ঞানের নতুন কোন আবিষ্কার। কিন্তু অকালেই ঝড়ে গেল এই তাজা প্রাণগুলো; সব মেধা, স্বপ্ন এবং সম্ভাবনা মিলিয়ে যায় এক মুহূর্তেই। পূজা সরকার ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই নির্মম ঘটনায় মায়ের সঙ্গে হারিয়ে গেলো সেই নিষ্পাপ অনাগত শিশুটিও। দেড় মাস পেরিয়ে গেলেও কোন দোষী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে পাঁচ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো:
১. সম্পূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অর্থলোভী বিবেকহীন অমানুষ বাসমালিকসহ দোষী ব্যক্তিদের অতি দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিজ্ঞানী পূজা সরকারসহ নিহত অন্যান্য বিজ্ঞানীদের প্রত্যেকের নামে পরমাণু শক্তি কমিশনের একটি করে গবেষণাগারের নামকরণ করা এবং কমিশন প্রাঙ্গণে স্মারক স্তম্ভ নির্মাণ।
৩. দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের বহনকারী বাসটি পরমাণু শক্তি কমিশনের প্রাঙ্গণে সংরক্ষণ করা। যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা তাঁদের অনুকরণীয় ও অনুসরণীয় অগ্রজদের সম্পর্কে জানতে পারে।
৪. নিরাপদ সড়ক আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
৫.২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দূরপাল্লার পথে বিকল্প চালক রাখা এবং একজন চালকের টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি না চালানোসহ যে ৩০টি নির্দেশনা দিয়েছেন সেগুলোর কঠোর বাস্তবায়ন করা।
একই সঙ্গে দাবিগুলোর সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের স্মৃতি রক্ষার্থে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
আজ সোমবার সকাল ১০টায় রাজধানীর শাহবাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিরীন আখতার, কথা সাহিত্যিক আনিসুল হক, পিপলস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, নাট্যব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, পূজা সরকারের বাবা অমল সরকার প্রমুখ।
গত ৫ জুন সাভারের বলিয়ানাপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চারজন বৈজ্ঞানিক কর্মকর্তা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তরুণ পরমাণুবিজ্ঞানী পূজা সরকার, ড. আরিফুজ্জামান, ফারহানা ইসলাম ও প্রকৌশলী কাওসার আহমেদ রাকী হতে পারতেন দেশের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ, তাঁদের হাতে হতে পারত মানবকল্যাণে বিজ্ঞানের নতুন কোন আবিষ্কার। কিন্তু অকালেই ঝড়ে গেল এই তাজা প্রাণগুলো; সব মেধা, স্বপ্ন এবং সম্ভাবনা মিলিয়ে যায় এক মুহূর্তেই। পূজা সরকার ছিলেন ৬ মাসের অন্তঃসত্ত্বা। এই নির্মম ঘটনায় মায়ের সঙ্গে হারিয়ে গেলো সেই নিষ্পাপ অনাগত শিশুটিও। দেড় মাস পেরিয়ে গেলেও কোন দোষী গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে পাঁচ দফা দাবি পেশ করা হয়। দাবিগুলো হলো:
১. সম্পূর্ণ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অর্থলোভী বিবেকহীন অমানুষ বাসমালিকসহ দোষী ব্যক্তিদের অতি দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিজ্ঞানী পূজা সরকারসহ নিহত অন্যান্য বিজ্ঞানীদের প্রত্যেকের নামে পরমাণু শক্তি কমিশনের একটি করে গবেষণাগারের নামকরণ করা এবং কমিশন প্রাঙ্গণে স্মারক স্তম্ভ নির্মাণ।
৩. দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের বহনকারী বাসটি পরমাণু শক্তি কমিশনের প্রাঙ্গণে সংরক্ষণ করা। যার মাধ্যমে পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা তাঁদের অনুকরণীয় ও অনুসরণীয় অগ্রজদের সম্পর্কে জানতে পারে।
৪. নিরাপদ সড়ক আইনের কঠোর বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
৫.২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী দূরপাল্লার পথে বিকল্প চালক রাখা এবং একজন চালকের টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি না চালানোসহ যে ৩০টি নির্দেশনা দিয়েছেন সেগুলোর কঠোর বাস্তবায়ন করা।
একই সঙ্গে দাবিগুলোর সঙ্গে একাত্মতা ও সংহতি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫