নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হাওরে বাঁধ নির্মাণের নামে লুটপাট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও জাতীয় মানবাধিকার সমিতি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাঁচাও হাওর-বাঁচাও দেশ সংগঠনের আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
মানববন্ধনে রোকনুজ্জামান রোকন বলেন, যখন পানিতে ফসল ডুবে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের টনক নড়ে। তখন এক শ্রেণির সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নের নামে চলে চরম লুটপাট। সাধারণ কৃষকেরা বারবার হয় বঞ্চিত। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা অপচয় করে। এভাবে আর কত চলবে। জাতিকে এ নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, বাঁচাও হাওর, বাঁচাও দেশ এটি এখন আর স্লোগান নয়। এটি কৃষকের স্পন্দন।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, দুর্নীতি রুখে দিতে পারলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু কে দুর্নীতির রুখবে। যখন যারাই ক্ষমতায় থাকেন তাদেরই দোসররাই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। মিলে মিশে লুটপাট করতে থাকে। এ যেন দেখার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। কেউ কেউ যদি প্রতিবাদ করেন, তখন সে আরও নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। প্রতিবাদকারীর পাশে না দাঁড়ায় রাষ্ট্র, না রাষ্ট্রের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। বরং কর্তাব্যক্তিদের নির্দেশেই প্রতিবাদকারীকে জেল, জুলুম, হুলিয়া এমনকি গুম-খুনেরও শিকার হতে হয়।
সভাপতির বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন হাওরবাসীকে বাঁচাতে হলে সুপরিকল্পিত পরিকল্পনা করে প্রথমেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে। সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তা যদি বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রমানিত হয়, সঙ্গে সঙ্গে তাঁর চাকরিচ্যুতির পাশাপাশি চাকরি শেষে যে পেনশন পায় তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ঠিকাদারসহ অন্যরা যদি দুর্নীতি করে, ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরাদ্দকৃত টাকা যথাযথভাবে দুর্নীতিমুক্ত ব্যবহার করতে হবে। আর তা অবশ্যই বর্ষার আগে ব্যবহার করতে হবে।
হাওরে বাঁধ নির্মাণের নামে লুটপাট বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ‘বাঁচাও হাওর-বাঁচাও দেশ’ ও জাতীয় মানবাধিকার সমিতি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠন দুটির যৌথ উদ্যোগে আয়োজিত নাগরিক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
বাঁচাও হাওর-বাঁচাও দেশ সংগঠনের আহ্বায়ক এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসার সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রোকন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া।
মানববন্ধনে রোকনুজ্জামান রোকন বলেন, যখন পানিতে ফসল ডুবে যায়, তখন সংশ্লিষ্ট ব্যক্তিদের টনক নড়ে। তখন এক শ্রেণির সিন্ডিকেটের মাধ্যমে উন্নয়নের নামে চলে চরম লুটপাট। সাধারণ কৃষকেরা বারবার হয় বঞ্চিত। অথচ রাষ্ট্রের কোটি কোটি টাকা তারা অপচয় করে। এভাবে আর কত চলবে। জাতিকে এ নৈরাজ্য থেকে মুক্তি দিতে হবে। বাঁচলে কৃষক, বাঁচবে দেশ, বাঁচাও হাওর, বাঁচাও দেশ এটি এখন আর স্লোগান নয়। এটি কৃষকের স্পন্দন।
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, দুর্নীতি রুখে দিতে পারলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারবে। কিন্তু কে দুর্নীতির রুখবে। যখন যারাই ক্ষমতায় থাকেন তাদেরই দোসররাই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। মিলে মিশে লুটপাট করতে থাকে। এ যেন দেখার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। কেউ কেউ যদি প্রতিবাদ করেন, তখন সে আরও নিঃস্ব থেকে নিঃস্ব হয়ে যায়। প্রতিবাদকারীর পাশে না দাঁড়ায় রাষ্ট্র, না রাষ্ট্রের দায়িত্বে থাকা কর্তাব্যক্তিরা। বরং কর্তাব্যক্তিদের নির্দেশেই প্রতিবাদকারীকে জেল, জুলুম, হুলিয়া এমনকি গুম-খুনেরও শিকার হতে হয়।
সভাপতির বক্তব্যে এনামুজ্জামান চৌধুরী বলেন হাওরবাসীকে বাঁচাতে হলে সুপরিকল্পিত পরিকল্পনা করে প্রথমেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর হতে হবে। সংশ্লিষ্ট সংস্থার ব্যক্তিবর্গ যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, তা যদি বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রমানিত হয়, সঙ্গে সঙ্গে তাঁর চাকরিচ্যুতির পাশাপাশি চাকরি শেষে যে পেনশন পায় তা সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ঠিকাদারসহ অন্যরা যদি দুর্নীতি করে, ঠিকাদারের লাইসেন্স কালো তালিকাভুক্ত করে তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরাদ্দকৃত টাকা যথাযথভাবে দুর্নীতিমুক্ত ব্যবহার করতে হবে। আর তা অবশ্যই বর্ষার আগে ব্যবহার করতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫