Ajker Patrika

মেট্রোরেল চলবে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত, শিগগিরই ভাড়া ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেট্রোরেল চলবে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত, শিগগিরই ভাড়া ঘোষণা 

আগামী ডিসেম্বর মাসে চালু হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রতিদিন ফজরের নামাজের পর থেকে রাত ১২টা পর্যন্ত এই ট্রেন চলাচল করবে। শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চালানো হবে। যাত্রী বেড়ে গেলে এবং যাত্রীরা কিছুটা অভ্যস্ত হয়ে উঠলে এক ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের বিরতি কমিয়ে আনা হবে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক সোমবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। 

এম এ এন সিদ্দিক বলেন, ডিসেম্বরে চালু করার জন্য প্রতি সেটে ছয়টি বগি ধরে মোট ১০ সেট ট্রেন প্রস্তুত করা হয়েছে।
 
সিদ্দিক আরও বলেন, ‘মেট্রোরেল চালুর প্রস্তুতির অংশ হিসেবে, আগামী ১ সেপ্টেম্বর থেকে সমন্বিত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হবে। এ সময় ট্রেনের বৈদ্যুতিক ও সংকেত ব্যবস্থাসহ সবকিছু ঠিকঠাক চলে কিনা পরীক্ষা করা হবে। অক্টোবর থেকে সিমুলেটরের মাধ্যমে ট্রেন পরিচালনা করা হবে। পরীক্ষার শেষ ধাপে চলাচল করবে যাত্রীবিহীন ট্রেন। ডিসেম্বরে যাত্রীসহ চলাচল শুরু হবে।’
 
আগামী ১৬ ডিসেম্বরে মেট্রোরেল উদ্বোধনের সম্ভাবনা আছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
 
মেট্রোরেলে ভাড়া কেমন হবে, এমন প্রশ্নের জবাবে এম এ এন সিদ্দিক বলেন, খুব শিগগিরই ভাড়ার হার ঘোষণা করা হবে। 

মেট্রোরেল প্রকল্প হাতে নেওয়া হয় ২০১২ সালে। তবে নির্মাণকাজ শুরু হয় ২০১৬ সালে। শুরুতে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল প্রায় ২২ হাজার কোটি টাকা। তবে প্রকল্প ব্যয় বেড়ে এখন দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত