সাভার (ঢাকা) প্রতিনিধি
মা অন্যের বাড়িতে কাজ করে জোগান পড়াশোনার খরচ। জন্মের পর থেকেই দুটি হাত নেই সোনিয়ার। তারপরও অদম্য সোনিয়াকে রুখতে পারেনি কোনো বাধা। পা দিয়ে লিখেই সাভার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। পড়ালেখা শেষে বিসিএস কর্মকর্তা বা কোনো সরকারি চাকরি করেই দেশের সেবা করতে চান সোনিয়া।
আজ বুধবার সন্ধ্যায় সোনিয়ার পাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান।
নোয়াখালী জেলার মাইজদী থানার পূর্ব নূরপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে সোনিয়া। মা আকলিমা বেগমের গ্রামের বাড়ি বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামে।
সোনিয়া ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৩ বছর আগে সাভারে আসেন শাহাদাত হোসেন ও আকলিমা বেগম। সাভারে ২০০২ সালে তাদের ঘরে শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয় সোনিয়া। বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে বাবা মায়ের সঙ্গে ভাড়া থেকে লেখাপড়া করছেন সোনিয়া। বাবা শাহাদাত হোসেন বর্তমানে বেকার। মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ২৩ বছর যাবৎ ব্যাংক কলোনীর হোসেন মাতবরের বাড়িতে ভাড়া থাকেন তারা।
সোনিয়া বলেন, ‘পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে বিসিএস কর্মকর্তা হব। না হলে সরকারি কোনো চাকরি করতে চাই।’
সোনিয়ার মা আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়ার জন্ম থেকেই হাত নেই। একটি পা সেটিও তার ছোট। এমনিতেই দু-বেলা খাবার জোগাতে কষ্ট হয়। তার হাত না থাকলেও আমরা এই কষ্ট বুঝতে দিইনি। লেখাপড়ায় আগ্রহী করে তুলি। সোনিয়া নিজেও লেখাপড়া মন দিয়ে করে। অনেক কষ্ট করে পা দিয়ে লেখে সে। আর আমিও মানুষের বাসাবাড়িতে কাজ করে সোনিয়ার সব খরচ জোগানোর চেষ্টা করি। যদিও সোনিয়ার চাহিদা পূরণ করতে পারি না। মেয়েকে নিয়ে আমার পরিবার গর্বিত। আমরা তাকে কখনই বোঝা মনে করি না।’
সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়া আমাদের গর্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন সোনালি সন্তানেরা সর্বোচ্চ অগ্রাধিকার এবং মর্যাদা পাবে বলেই আমি বিশ্বাস করি।’
মা অন্যের বাড়িতে কাজ করে জোগান পড়াশোনার খরচ। জন্মের পর থেকেই দুটি হাত নেই সোনিয়ার। তারপরও অদম্য সোনিয়াকে রুখতে পারেনি কোনো বাধা। পা দিয়ে লিখেই সাভার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪ দশমিক ৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। পড়ালেখা শেষে বিসিএস কর্মকর্তা বা কোনো সরকারি চাকরি করেই দেশের সেবা করতে চান সোনিয়া।
আজ বুধবার সন্ধ্যায় সোনিয়ার পাসের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান।
নোয়াখালী জেলার মাইজদী থানার পূর্ব নূরপুর গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে সোনিয়া। মা আকলিমা বেগমের গ্রামের বাড়ি বরিশাল জেলার বন্দর থানার রায়পুরা গ্রামে।
সোনিয়া ও তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২৩ বছর আগে সাভারে আসেন শাহাদাত হোসেন ও আকলিমা বেগম। সাভারে ২০০২ সালে তাদের ঘরে শারীরিক অক্ষমতা নিয়ে জন্ম নেয় সোনিয়া। বর্তমানে সাভারের ব্যাংক কলোনি এলাকার ফিরোজ মিয়ার বাড়িতে বাবা মায়ের সঙ্গে ভাড়া থেকে লেখাপড়া করছেন সোনিয়া। বাবা শাহাদাত হোসেন বর্তমানে বেকার। মা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করে সংসার চালান। ২৩ বছর যাবৎ ব্যাংক কলোনীর হোসেন মাতবরের বাড়িতে ভাড়া থাকেন তারা।
সোনিয়া বলেন, ‘পড়ালেখা শেষ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে চাই। আমার স্বপ্ন লেখাপড়া শেষ করে বিসিএস কর্মকর্তা হব। না হলে সরকারি কোনো চাকরি করতে চাই।’
সোনিয়ার মা আকলিমা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়ার জন্ম থেকেই হাত নেই। একটি পা সেটিও তার ছোট। এমনিতেই দু-বেলা খাবার জোগাতে কষ্ট হয়। তার হাত না থাকলেও আমরা এই কষ্ট বুঝতে দিইনি। লেখাপড়ায় আগ্রহী করে তুলি। সোনিয়া নিজেও লেখাপড়া মন দিয়ে করে। অনেক কষ্ট করে পা দিয়ে লেখে সে। আর আমিও মানুষের বাসাবাড়িতে কাজ করে সোনিয়ার সব খরচ জোগানোর চেষ্টা করি। যদিও সোনিয়ার চাহিদা পূরণ করতে পারি না। মেয়েকে নিয়ে আমার পরিবার গর্বিত। আমরা তাকে কখনই বোঝা মনে করি না।’
সাভার সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘সোনিয়া আমাদের গর্ব। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন সোনালি সন্তানেরা সর্বোচ্চ অগ্রাধিকার এবং মর্যাদা পাবে বলেই আমি বিশ্বাস করি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫