Ajker Patrika

শিমুলিয়া ঘাট থেকে পদ্মায় পিকআপ, চালকের মৃত্যু

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৩: ০৭
শিমুলিয়া ঘাট থেকে পদ্মায় পিকআপ, চালকের মৃত্যু

মুন্সিগঞ্জে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মালবোঝাই পিকআপ ট্রাক পদ্মা নদীতে পড়ে গেলে চালক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শিমুলিয়ার তিন নম্বর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (২২)। তিনি শরিয়তপুরের জাজিরা এলাকার হযরত আলীর ছেলে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. সিরাজুল কবির আজকের পত্রিকাকে জানান, রাত পৌনে ১২টার দিকে ঢাকা থেকে রড বোঝাই করে তিন টন ওজনের একটি পিকআপ শিমুলিয়া ঘাটে আসে। তিন নম্বর ঘাটে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি নদীতে পড়ে যায়। গাড়ির চালক ভেতরে আটকা পড়ে যান। রাত ৩টার দিকে ডুবুরি দল, ফায়ার স্টেশনের সদস্য এবং নৌ পুলিশ সদস্যরা নদীতে তল্লাশি চালিয়ে চালক বিল্লালকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত