নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গুলিস্তানের যেখানে নাঈম গাড়ি চাপায় নিহত হয়েছে, সেখানে তার নামে একটি ফুটওভার ব্রিজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নুর তাপস বলেন, ‘এক বছরের মধ্যে গুলিস্তানে শিক্ষার্থী নাঈম নিহত হওয়ার জায়গায় সিটি করপোরেশনের অর্থায়নে “শহীদ নাঈম” নামে ফুট ওভার ব্রিজ বানানো হবে।’
মেয়র বলেন, ‘নাঈম হাসান আমার সন্তানের মতো। যাদের কারণে নাঈমের এই মৃত্যু, সেই দোষী ব্যক্তিদের আমিও ফাঁসি চাই।’
নাঈম হত্যার বিচারের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান নেয় নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে মতিঝিল মডেলের বেশ কয়েকজন শিক্ষার্থী একাত্মতা জানায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগর ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীদের সামনে মেয়র এ ঘোষণা দেন।
মেয়র বলেন, ‘পিতা হত্যা ও বঙ্গবন্ধুর হত্যা মামলা নিয়ে আদালতে দাঁড়িয়েছি। মামলার জন্য দাঁড়িয়েছি, পরিচালনা করেছি। আমি জানি এই কষ্ট কী। একজন মেধাবী ছাত্র নাঈম আমার সিটি করপোরেশন এলাকায় এ ধরনের মৃত্যুর জন্য আমি রাজনীতিতে আসিনি।’
শিক্ষার্থীদের মেয়র বলেন, ‘আমারও দুজন সন্তান আছে। নিহত নাঈম সন্তানের মতো। শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমি একমত। আমিও দোষীদের ফাঁসি দাবি করি।’ এ সময় শিক্ষার্থীরা জানায়, হাফ পাসের দাবিতে পথে নামতে হয় তা কাম্য নয়। মেয়র বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন তিনি।
এর আগে সকাল ১০টায় নটর ডেম কলেজের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ১১টার দিকে তারা মিছিল নিয়ে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয়। সেখান থেকে বক চত্বর থেকে গুলিস্তান রাসেল স্কয়ারে এসে ঘণ্টাখানেক অবস্থান নেয়। এরপরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে দুপুর ২টার দিকে নগর ভবনের মূল ফটকের সামনে যায় তারা। পরে তারা মেয়রকে এক ঘণ্টার সময় দেয়। কিন্তু মেয়র বের না হওয়ায় শিক্ষার্থীরা বেলা ৩টা ১০ মিনিটের দিকে নগর ভবনের পকেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।
এ সময় নটর ডেম কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ভিনসেন্ট তিতাস রোজারিও, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল হাসান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক ছাত্রদের আশ্বস্ত করেন যে, মেয়র তাদের সঙ্গে কথা বলবেন। তবে মূল ফটকের বাইরে শিক্ষার্থীদের অবস্থান করতে হবে। পরে শিক্ষকেরাসহ শিক্ষার্থীরা মূল ফটকের বাইরে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে মেয়র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মেয়র ফজলে নূর তাপস। সিটি করপোরেশনের ময়লার গাড়ির ব্যবস্থাপনায় যারা আছেন তাঁদের বিষয়ে অনিয়মের তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন মেয়র।
গতকাল বুধবার নাঈম হাসান রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয়। নাঈম নটর ডেম কলেজের দ্বাদশ বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিল।
গুলিস্তানের যেখানে নাঈম গাড়ি চাপায় নিহত হয়েছে, সেখানে তার নামে একটি ফুটওভার ব্রিজ করবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নুর তাপস বলেন, ‘এক বছরের মধ্যে গুলিস্তানে শিক্ষার্থী নাঈম নিহত হওয়ার জায়গায় সিটি করপোরেশনের অর্থায়নে “শহীদ নাঈম” নামে ফুট ওভার ব্রিজ বানানো হবে।’
মেয়র বলেন, ‘নাঈম হাসান আমার সন্তানের মতো। যাদের কারণে নাঈমের এই মৃত্যু, সেই দোষী ব্যক্তিদের আমিও ফাঁসি চাই।’
নাঈম হত্যার বিচারের দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো রাজপথে অবস্থান নেয় নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। এতে মতিঝিল মডেলের বেশ কয়েকজন শিক্ষার্থী একাত্মতা জানায়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগর ভবনের সামনে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীদের সামনে মেয়র এ ঘোষণা দেন।
মেয়র বলেন, ‘পিতা হত্যা ও বঙ্গবন্ধুর হত্যা মামলা নিয়ে আদালতে দাঁড়িয়েছি। মামলার জন্য দাঁড়িয়েছি, পরিচালনা করেছি। আমি জানি এই কষ্ট কী। একজন মেধাবী ছাত্র নাঈম আমার সিটি করপোরেশন এলাকায় এ ধরনের মৃত্যুর জন্য আমি রাজনীতিতে আসিনি।’
শিক্ষার্থীদের মেয়র বলেন, ‘আমারও দুজন সন্তান আছে। নিহত নাঈম সন্তানের মতো। শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে আমি একমত। আমিও দোষীদের ফাঁসি দাবি করি।’ এ সময় শিক্ষার্থীরা জানায়, হাফ পাসের দাবিতে পথে নামতে হয় তা কাম্য নয়। মেয়র বলেন, এ বিষয়ে কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাবেন তিনি।
এর আগে সকাল ১০টায় নটর ডেম কলেজের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। ১১টার দিকে তারা মিছিল নিয়ে মতিঝিল শাপলা চত্বরে অবস্থান নেয়। সেখান থেকে বক চত্বর থেকে গুলিস্তান রাসেল স্কয়ারে এসে ঘণ্টাখানেক অবস্থান নেয়। এরপরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। সেখান থেকে দুপুর ২টার দিকে নগর ভবনের মূল ফটকের সামনে যায় তারা। পরে তারা মেয়রকে এক ঘণ্টার সময় দেয়। কিন্তু মেয়র বের না হওয়ায় শিক্ষার্থীরা বেলা ৩টা ১০ মিনিটের দিকে নগর ভবনের পকেট গেট দিয়ে ভেতরে প্রবেশ করে।
এ সময় নটর ডেম কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ভিনসেন্ট তিতাস রোজারিও, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাজমুল হাসান, পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক সাইদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক ছাত্রদের আশ্বস্ত করেন যে, মেয়র তাদের সঙ্গে কথা বলবেন। তবে মূল ফটকের বাইরে শিক্ষার্থীদের অবস্থান করতে হবে। পরে শিক্ষকেরাসহ শিক্ষার্থীরা মূল ফটকের বাইরে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে মেয়র শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন মেয়র ফজলে নূর তাপস। সিটি করপোরেশনের ময়লার গাড়ির ব্যবস্থাপনায় যারা আছেন তাঁদের বিষয়ে অনিয়মের তদন্ত এবং ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন মেয়র।
গতকাল বুধবার নাঈম হাসান রাজধানীর গুলিস্তানে দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নিহত হয়। নাঈম নটর ডেম কলেজের দ্বাদশ বর্ষের মানবিক বিভাগের ছাত্র ছিল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে