নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তার পরিবার সরকারের কাছে যে আবেদন করেছে সেটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আইনমন্ত্রী আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, আবেদনটি বুধবার রাত ১১টায় আমার মন্ত্রণালয়ের সচিবের কাছে এসেছে, আমি এখনও সেটি পাইনি।কিছু প্রক্রিয়া অনুসরণ করে আবেদনটি আমার কাছে আসবে। সেটি হাতে পেলে পর্যালোচনা করে এ বিষয়ে মতামত দেব।
আজকের মধ্যেই এ বিষয়ে মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে কিনা তা নিশ্চিত করেননি আইনমন্ত্রী।
অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে আবেদন দেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনকে ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।
আবেদনটির বিষয়ে মতামত নিতে বুধবার রাতেই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে দুই দফায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়ার আগেও একই প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে জেলে ছিলেন খালেদা জিয়া। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে খালেদার পরিবারের আবেদনের ভিত্তিতে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়। পরে একইভাবে আরও ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। দেশে চিকিৎসা নেওয়ার শর্তে সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছিল।
জেল থেকে মুক্তি পেয়ে গত বছরের ২৫ মার্চ থেকে গুলশানের বাসায় ছিলেন খালেদা। সেখানেই কোভিড-১৯ এ আক্রান্ত হন তিনি। গত ১১ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লেও তার লক্ষণ-উপসর্গ ছিল না বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এরপর ২৭ এপ্রিল রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে তার পরিবার সরকারের কাছে যে আবেদন করেছে সেটি এখন আইন মন্ত্রণালয়ে রয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আইনমন্ত্রী আনিসুল হক আজকের পত্রিকাকে বলেন, আবেদনটি বুধবার রাত ১১টায় আমার মন্ত্রণালয়ের সচিবের কাছে এসেছে, আমি এখনও সেটি পাইনি।কিছু প্রক্রিয়া অনুসরণ করে আবেদনটি আমার কাছে আসবে। সেটি হাতে পেলে পর্যালোচনা করে এ বিষয়ে মতামত দেব।
আজকের মধ্যেই এ বিষয়ে মতামত দিয়ে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে কিনা তা নিশ্চিত করেননি আইনমন্ত্রী।
অসুস্থ খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপি চেয়ারপারসনের ছোট ভাই শামীম এস্কান্দার বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে আবেদন দেন।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার পরিবারের আবেদনকে ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করা হবে।
আবেদনটির বিষয়ে মতামত নিতে বুধবার রাতেই তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর আগে দুই দফায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেওয়ার আগেও একই প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৭৬ বছর বয়সী খালেদা জিয়া করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ঢাকার এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
দুর্নীতির মামলায় দণ্ড পেয়ে জেলে ছিলেন খালেদা জিয়া। গত বছর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটলে খালেদার পরিবারের আবেদনের ভিত্তিতে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেওয়া হয়। পরে একইভাবে আরও ছয় মাসের জন্য মুক্তি পান খালেদা জিয়া। দেশে চিকিৎসা নেওয়ার শর্তে সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দেওয়া হয়েছিল।
জেল থেকে মুক্তি পেয়ে গত বছরের ২৫ মার্চ থেকে গুলশানের বাসায় ছিলেন খালেদা। সেখানেই কোভিড-১৯ এ আক্রান্ত হন তিনি। গত ১১ এপ্রিল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়লেও তার লক্ষণ-উপসর্গ ছিল না বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছিল।
এরপর ২৭ এপ্রিল রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় এবং সেখানেই ভর্তি করা হয়। শ্বাসকষ্ট দেখা দেওয়ায় গত সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫