Ajker Patrika

রাজধানীতে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
রাজধানীতে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর ডেমরা কোনাপাড়ায় ইজিবাইকের ধাক্কায় সাব্বির হোসেন (৯) নামে এক শিশু মারা গেছে। সে একটি মাদ্রাসায় পড়াশোনা করত। 

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডেমরা কোনাপাড়া মুরগির ফার্মের সামনের রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশুটি। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে শিশুটির চাচা মো. আনিসুর রহমান বলেন, তাঁদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার খুন্নাগোবিন্দপুর গ্রামে। বর্তমানে ডেমরা কোনাপাড়া পশ্চিম শান্তিবাগ এলাকায় থাকত এবং সাব্বির স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। তিন ভাই ও দুই বোনের মধ্যে সাব্বির ছিল ছোট। 

তিনি আরও বলেন, সাব্বিরের বাবা নাসির উদ্দিন এলাকায় চায়ের দোকান করে। সন্ধ্যার দিকে বাসার কিছুটা দূরে কোনাপাড়া মুরগির ফার্মের সামনের রাস্তা পার হচ্ছিল সাব্বির। এ সময় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

এদিকে কোনাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ইজিবাইক জব্দ ও চালককে আটক করা হয়েছে। আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত