নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজার রায়কে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন আখ্যা দিয়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৬ আগস্ট দেশের সব জেলা আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট অবস্থান কর্মসূচি। আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল লিখিত বক্তব্যে বলেন, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন ও সংগ্রাম বন্ধ করার হীন চক্রান্তে আদালতকে ব্যবহার করে একের পর এক ফরমায়েশি সাজা দেওয়া হচ্ছে। যা দেশের মানুষ বিশ্বাস করে না।
লিখিত বক্তব্যে কায়সার কামাল আরও বলেন, এই মামলায় মাত্র ১৬ দিনে ৪২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সরকারের নির্দেশে আদালত অতি উৎসাহী হয়ে গভীর রাত পর্যন্ত এমনকি কখনো কখনো মোমবাতি প্রজ্জ্বলিত করে সাজানো সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। অথচ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা, বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি মামলা এবং রুপুর পারমাণবিক বিদ্যুৎ দুর্নীতি মামলাসহ লক্ষাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলায় বিচারের কোনো গতি নেই। বর্তমান সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ দলীয়ভাবে ব্যবহার করে তাদের স্বীয় স্বার্থে দিনকে রাত এবং রাতকে দিন করছে।
এ সময় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, বদরুদ্দোজা বাদলসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে সংবাদ সম্মেলন শুরুর আগে সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করেন আওয়ামী পন্থী আইনজীবীরা। এসময় দুইপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির সিনিয়র আইনজীবীরা তা নিয়ন্ত্রণ করেন। তবে অল্প সময়ের মধ্যেই তারা চলে গেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিকে দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেন দুই পক্ষের আইনজীবীরা। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতির কক্ষের সামনে থেকে নেমপ্ল্যাট খুলে ফেলা হয়। ভাঙচুর করা হয় সম্পাদকের কক্ষের জানালা।
হট্টগোল-ভাঙচুরের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ি করেন। সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে আইনজীবীদের ওপর হামলা করা হয়েছে। পরে তারা সম্পাদকের কক্ষে ভাঙচুর চালিয়েছে। ওই ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল অভিযোগ অস্বীকার করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সংবাদ সম্মেলনের পর সম্পাদকের কক্ষের সামনে দিয়ে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় তারা (আওয়ামীপন্থী আইনজীবীরা) আমাদের এক নারী আইনজীবীকে হেনস্তা করে। এর প্রতিবাদ করলে আওয়ামীপন্থী আইনজীবীরা তেড়ে আসেন। এক পর্যায়ে তাদের কিছু আইনজীবী সম্পাদকের কক্ষের জানালা ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। ওই ঘটনায় তারা মামলা করার জন্য শাহবাগ থানায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন বলে জানান তিনি।
রুল প্রস্তুত হয়নি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানির জন্য এখনো প্রস্তুত হয়নি। এ কারণে রুল প্রস্তুত হওয়ার পর আবেদনকারীদের আসতে বলেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে রিটকারী আইনজীবীরা রুলটি শুনানির জন্য প্রার্থনা জানালে হাইকোর্ট বলেন, আগে রুল প্রস্তুত হোক, তখন আসেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম ও নাসরিন সিদ্দিকা লিনা। পরে তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল বলেন, নোটিশ জারি হয়নি। এই রুলের কোনো কাগজ তারেক রহমান পাননি। এ কারনে রুল প্রস্তুত হয়নি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের সাজার রায়কে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন আখ্যা দিয়ে ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৬ আগস্ট দেশের সব জেলা আইনজীবী সমিতিতে কালো পতাকা মিছিল এবং ৮ আগস্ট অবস্থান কর্মসূচি। আজ বৃহস্পতিবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল লিখিত বক্তব্যে বলেন, সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন ও সংগ্রাম বন্ধ করার হীন চক্রান্তে আদালতকে ব্যবহার করে একের পর এক ফরমায়েশি সাজা দেওয়া হচ্ছে। যা দেশের মানুষ বিশ্বাস করে না।
লিখিত বক্তব্যে কায়সার কামাল আরও বলেন, এই মামলায় মাত্র ১৬ দিনে ৪২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সরকারের নির্দেশে আদালত অতি উৎসাহী হয়ে গভীর রাত পর্যন্ত এমনকি কখনো কখনো মোমবাতি প্রজ্জ্বলিত করে সাজানো সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেছেন। অথচ সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা, বেসিক ব্যাংকের ২ হাজার ২৬৫ কোটি টাকা আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি মামলা এবং রুপুর পারমাণবিক বিদ্যুৎ দুর্নীতি মামলাসহ লক্ষাধিক গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মামলায় বিচারের কোনো গতি নেই। বর্তমান সরকার রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সম্পূর্ণ দলীয়ভাবে ব্যবহার করে তাদের স্বীয় স্বার্থে দিনকে রাত এবং রাতকে দিন করছে।
এ সময় সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, বদরুদ্দোজা বাদলসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
এর আগে সংবাদ সম্মেলন শুরুর আগে সেখানে উপস্থিত হয়ে হট্টগোল শুরু করেন আওয়ামী পন্থী আইনজীবীরা। এসময় দুইপক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে বিএনপির সিনিয়র আইনজীবীরা তা নিয়ন্ত্রণ করেন। তবে অল্প সময়ের মধ্যেই তারা চলে গেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এদিকে দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ করেন দুই পক্ষের আইনজীবীরা। এ সময় উভয়পক্ষ মুখোমুখি হলে তাদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। একপর্যায়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতির কক্ষের সামনে থেকে নেমপ্ল্যাট খুলে ফেলা হয়। ভাঙচুর করা হয় সম্পাদকের কক্ষের জানালা।
হট্টগোল-ভাঙচুরের ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে দায়ি করেন। সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল বলেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল, কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজলের নেতৃত্বে আইনজীবীদের ওপর হামলা করা হয়েছে। পরে তারা সম্পাদকের কক্ষে ভাঙচুর চালিয়েছে। ওই ঘটনায় মামলা করা হবে বলে জানান তিনি।
তবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল অভিযোগ অস্বীকার করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সংবাদ সম্মেলনের পর সম্পাদকের কক্ষের সামনে দিয়ে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছিলাম। এ সময় তারা (আওয়ামীপন্থী আইনজীবীরা) আমাদের এক নারী আইনজীবীকে হেনস্তা করে। এর প্রতিবাদ করলে আওয়ামীপন্থী আইনজীবীরা তেড়ে আসেন। এক পর্যায়ে তাদের কিছু আইনজীবী সম্পাদকের কক্ষের জানালা ভাঙচুর করে আমাদের ওপর দায় চাপাচ্ছেন। ওই ঘটনায় তারা মামলা করার জন্য শাহবাগ থানায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছেন বলে জানান তিনি।
রুল প্রস্তুত হয়নি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধে জারি করা রুল শুনানির জন্য এখনো প্রস্তুত হয়নি। এ কারণে রুল প্রস্তুত হওয়ার পর আবেদনকারীদের আসতে বলেছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে রিটকারী আইনজীবীরা রুলটি শুনানির জন্য প্রার্থনা জানালে হাইকোর্ট বলেন, আগে রুল প্রস্তুত হোক, তখন আসেন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী কামরুল ইসলাম, সানজিদা খানম ও নাসরিন সিদ্দিকা লিনা। পরে তারেক রহমানের আইনজীবী কায়সার কামাল বলেন, নোটিশ জারি হয়নি। এই রুলের কোনো কাগজ তারেক রহমান পাননি। এ কারনে রুল প্রস্তুত হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে