ঢামেক প্রতিবেদক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে।
আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন।
‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’
পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়।
এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের অনুমতি নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পুরোনো নির্দেশনা নতুন করে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনেক আগে থেকেই নির্দেশনা ছিল হাসপাতালে প্রবেশের আগে গণমাধ্যমকর্মীদের অবশ্যই অনুমতি নিতে হবে।
আজ শনিবার চিঠি আকারে এই নির্দেশনা দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
পরিচালক বলেন, ‘ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক আগে থেকেই নিয়ম ছিল গণমাধ্যম ব্যক্তিরা হাসপাতালে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। তাঁদের সঙ্গে আমরা আনসার সদস্যদের দিয়ে দেব, তাঁরা সেখানে গিয়ে নিউজ সংগ্রহ করবেন।
‘এ ছাড়া সাংবাদিকদেরও নিরাপত্তার বিষয় আমাদের দেখতে হবে। তাই সঙ্গে আনসার সদস্যরা থাকবে। এই পুরোনো নিয়মগুলো আমি নতুন করে চিঠির মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি। সব চাইতে বড় কথা হলো কোনো কিছু জানার থাকলে অবশ্যই সাংবাদিকেরা হাসপাতালের অথোরিটির সঙ্গে কথা বলতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী পরিচালকের অনুমতি ব্যতীত কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে পারবে না।’
পরিচালক আরও বলেন, ‘হাসপাতালের কোনো বিষয়ে আমি কর্তৃপক্ষ হয়ে গণমাধ্যমকে অবগত করলাম। আবার দেখা যায় একই বিষয় নিয়ে সাংবাদিকেরা হাসপাতালে অন্য কারও সঙ্গে কথা বলতে গেলে সেই ব্যক্তি আরেকভাবে উপস্থাপন করল। তাহলে বিষয়গুলো অন্য রকম হয়ে যায়। সাংবাদিকদের সুবিধার জন্যই অথোরিটির সঙ্গে কথা বলতে হবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ২ হাজার ৬০০ শয্যার। রোগী থাকে তিন গুণ এর চেয়েও বেশি। এখানে চিকিৎসক নার্স ও অন্যরা রোগীকে সুস্থ করার জন্য ব্যস্ত থাকেন। হঠাৎ দেখা গেল কোনো বড় দুর্ঘটনা ঘটল, তখন অনেক রোগী জরুরি বিভাগের চিকিৎসা নিতে আসে। অনেক রোগী সে সময় অর্ধ উলঙ্গ থাকে; চিকিৎসকেরা তাদের চিকিৎসা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এই সময় দেখা যায় মোবাইল নিয়ে কোনো সাংবাদিক জরুরি বিভাগে প্রবেশ করে ছবি তুলতে থাকে। রোগীদেরও একটি মানবাধিকার বিষয় আছে। তখন হুরহুর করে সাংবাদিকেরা ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চিকিৎসাসেবাও ব্যাহত হয়।
এর জন্যে পুরোনো নির্দেশনা নতুন করে একটি চিঠির মাধ্যমে হাসপাতালের সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে