নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৃহস্পতিবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁদের গ্রেপ্তারের পর লাখ লাখ পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপাতত স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানটির টি১০ ক্যাম্পেইন।
ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আলাদা দুটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
অফিস বন্ধসংক্রান্ত পোস্টে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিসর’ মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।
পোস্টে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কাম্য করে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে পাশে থাকার কথা বলা হয়েছে।
অপর আরেকটি পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, দুজন সিগনেটরির অনুপস্থিতিতে সেলারদের নিয়মিত বিল দিতে পারছে না প্রতিষ্ঠানটি। সে জন্য পণ্য ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলে গ্রাহকেরা পেমেন্ট করতে পারবেন।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি এবং চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।
বৃহস্পতিবার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তাঁদের গ্রেপ্তারের পর লাখ লাখ পাওনাদারের উৎকণ্ঠার মধ্যে ইভ্যালির অফিস ফের বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আপাতত স্থগিত করা হয়েছে প্রতিষ্ঠানটির টি১০ ক্যাম্পেইন।
ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে আলাদা দুটি পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে।
অফিস বন্ধসংক্রান্ত পোস্টে গ্রাহকদের আশ্বস্ত করতে ইভ্যালি বলেছে, ‘হোম অফিসর’ মধ্যেও তাদের সব কার্যক্রম ‘স্বাভাবিক’ সময়ের মতো চলবে।
পোস্টে গ্রাহকদের আন্তরিক সহযোগিতা কাম্য করে প্রতিষ্ঠানটির ওপর আস্থা রেখে পাশে থাকার কথা বলা হয়েছে।
অপর আরেকটি পোস্টে প্রতিষ্ঠানটি বলেছে, দুজন সিগনেটরির অনুপস্থিতিতে সেলারদের নিয়মিত বিল দিতে পারছে না প্রতিষ্ঠানটি। সে জন্য পণ্য ডেলিভারি কার্যক্রম বিলম্বিত হচ্ছে।
পোস্টে বলা হয়েছে, শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার আপাতত রিকোয়েস্ট হিসেবে জমা থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ামাত্রই শুক্রবারের (১৭ সেপ্টেম্বর) টি১০-এর সব অর্ডার কনফার্ম করা হবে। অর্ডার কনফার্ম হলে গ্রাহকেরা পেমেন্ট করতে পারবেন।
এর আগে প্রতারণার অভিযোগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মো. আরিফ বাকের নামে একজন গ্রাহক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা। মামলায় ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি এবং চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়। মামলায় আরও কয়েকজন ‘অজ্ঞাতনামাকে’ আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্ল্যাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেছেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা করেছেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫