Ajker Patrika

সাভারে বসবাস করা কাপাসিয়ার এক শিশুর লাশ মিলল পুকুরে

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২৩, ২১: ১৭
সাভারে বসবাস করা কাপাসিয়ার এক শিশুর লাশ মিলল পুকুরে

ঢাকার সাভারে নিখোঁজের এক দিন পর পুকুর থেকে কণিকা আক্তার নামের ৮ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

শিশু কণিকা গাজীপুরের কাপাসিয়া উপজেলার বান্নাপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। আশুলিয়ার ভাদাইলের সাদু মার্কেট এলাকায় আবু তালেবের বাড়িতে নানির সঙ্গে বসবাস করত সে।

শিশুটির খালা রেশমা আক্তার বলেন, ‘গতকাল সোমবার বিকেলেও কণিকাকে দেখেছি, খেলছিল। কিন্তু পরে আর খুঁজে পাইনি। ওর নানি কাজ থেকে ফিরে সন্ধ্যা থেকে আবার খোঁজাখুঁজি শুরু করেন। পরে আজ সকালে পাশের এক পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখা যায়।’

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার সকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত