জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা এবং রোডম্যাপ তিন কার্যদিবসের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। একই সঙ্গে গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্য দাবিগুলো হলো—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার করা, আহত শিক্ষার্থীদের সব একাডেমিক ফি মওকুফ করা, গত ১৫ বছরের সব নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র উপস্থাপন করা। এ ছাড়া, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা ও তার অগ্রগতি প্রকাশ করা, ২০ কার্যদিবসের মধ্যে সব দুর্নীতির শ্বেতপত্র উপস্থাপন করা, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনকল্পে ১৫ দিনের মধ্যে হল দুটির নির্মাণকাজ শুরু করা, আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দ করা এবং সমাবর্তন আয়োজন করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও তারা যথাযথ প্রতিকার পাচ্ছে না। আমাদের উত্থাপিত দাবিগুলোর পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন এবং প্রশাসনের সর্বশেষ উদ্যোগের ভিত্তিতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জকসুর জন্য অনেক সময় দিয়েছি। আমরা আর সময় দিতে চাই না। আমাদের দাবি না মানা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায় করে নেবে। এ ছাড়া, আমরা আগামী সোমবার শিক্ষার্থীদের আবাসন, ফ্যাসিস্টদের বিচার ও জকসু নির্বাচনের দাবিতে পোস্টারিং করব। বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত হাসানসহ উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্র সংসদ নির্বাচনের নীতিমালা এবং রোডম্যাপ তিন কার্যদিবসের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। একই সঙ্গে গত ১৫ বছরের নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র প্রকাশেরও দাবি জানিয়েছে সংগঠন দুটি।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উত্থাপিত অন্য দাবিগুলো হলো—বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচার করা, আহত শিক্ষার্থীদের সব একাডেমিক ফি মওকুফ করা, গত ১৫ বছরের সব নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ করা এবং ৯০ কার্যদিবসের মধ্যে শ্বেতপত্র উপস্থাপন করা। এ ছাড়া, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা ও তার অগ্রগতি প্রকাশ করা, ২০ কার্যদিবসের মধ্যে সব দুর্নীতির শ্বেতপত্র উপস্থাপন করা, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনকল্পে ১৫ দিনের মধ্যে হল দুটির নির্মাণকাজ শুরু করা, আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দ করা এবং সমাবর্তন আয়োজন করা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে চলমান বৈষম্য, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার শিক্ষার্থীরা। তবুও তারা যথাযথ প্রতিকার পাচ্ছে না। আমাদের উত্থাপিত দাবিগুলোর পুঙ্খানুপুঙ্খ বাস্তবায়ন এবং প্রশাসনের সর্বশেষ উদ্যোগের ভিত্তিতে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশের দাবি জানাচ্ছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জকসুর জন্য অনেক সময় দিয়েছি। আমরা আর সময় দিতে চাই না। আমাদের দাবি না মানা হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ যৌথভাবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে দাবি আদায় করে নেবে। এ ছাড়া, আমরা আগামী সোমবার শিক্ষার্থীদের আবাসন, ফ্যাসিস্টদের বিচার ও জকসু নির্বাচনের দাবিতে পোস্টারিং করব। বৃহত্তর স্বার্থে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব।’
সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম সদস্যসচিব কিশোর সাম্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সিফাত হাসানসহ উভয় সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে