জাবি প্রতিনিধি
‘হিস্টোরিসাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বইটির লেখক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদ।
গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ইমতিয়াজ বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পর ‘জয় বাংলার’ সঙ্গে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে উল্লেখ করেন। এই বইতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন এবং একাত্তরের গণহত্যার বিচার না হওয়ার জন্য বঙ্গবন্ধু ও তাঁর সরকারকে দায়ী করেন।
এতে আরও বলা হয়, ‘একাত্তরের গণহত্যার বিচারের ক্ষেত্রে ওই সময়ের বাঙালিদের হাতে বিহারিদের হত্যার বিচার হওয়া উচিত বলে এই বইতে দাবি করেন তিনি। তাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ অধ্যাপক ইমতিয়াজের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রন্থটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বিবৃতিতে সংগঠনটি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলে, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সর্বোপরি ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টার জন্য অনতিবিলম্বে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি এবং তাঁর বইটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বইয়ে আলোচিত বিষয়গুলো ইতিমধ্যে রাষ্ট্রীয় ও একাডেমিকভাবে সমাধান হয়েছে। এগুলো নিয়ে নতুন করে বিতর্কের কোনো জায়গা নেই। ‘জয় বাংলা’ দিয়ে শেষ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃত। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের ‘জয় পাকিস্তান’ স্লোগানের দাবি ইতিহাসের অনস্বীকার্য বিকৃতি। তিনি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ‘জয় বাংলা’ সংবলিত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটিকে চ্যালেঞ্জ করেছেন। অধ্যাপক আহমেদ তাঁর গ্রন্থে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বিকৃতভাবে উপস্থাপন করে স্বাধীনতাবিরোধীদের দোসর হিসেবে কাজ করছেন।’
‘হিস্টোরিসাইজিং ১৯৭১ জেনোসাইড: স্টেট ভার্সেস পারসন’ বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বইটির লেখক হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালক ইমতিয়াজ আহমেদ।
গতকাল রোববার রাতে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্যসচিব অধ্যাপক বশির আহমেদের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ইমতিয়াজ বইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের পর ‘জয় বাংলার’ সঙ্গে ‘জয় পাকিস্তান’ বলেছিলেন বলে উল্লেখ করেন। এই বইতে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করেন এবং একাত্তরের গণহত্যার বিচার না হওয়ার জন্য বঙ্গবন্ধু ও তাঁর সরকারকে দায়ী করেন।
এতে আরও বলা হয়, ‘একাত্তরের গণহত্যার বিচারের ক্ষেত্রে ওই সময়ের বাঙালিদের হাতে বিহারিদের হত্যার বিচার হওয়া উচিত বলে এই বইতে দাবি করেন তিনি। তাই বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ অধ্যাপক ইমতিয়াজের ইতিহাস বিকৃতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং গ্রন্থটি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’
বিবৃতিতে সংগঠনটি আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলে, ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ সর্বোপরি ইতিহাসকে বিকৃত করার অপচেষ্টার জন্য অনতিবিলম্বে অধ্যাপক ইমতিয়াজ আহমেদকে জেনোসাইড স্টাডিজ সেন্টারের পরিচালকের পদ থেকে অব্যাহতি এবং তাঁর বইটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বইয়ে আলোচিত বিষয়গুলো ইতিমধ্যে রাষ্ট্রীয় ও একাডেমিকভাবে সমাধান হয়েছে। এগুলো নিয়ে নতুন করে বিতর্কের কোনো জায়গা নেই। ‘জয় বাংলা’ দিয়ে শেষ হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃত। অধ্যাপক ইমতিয়াজ আহমেদের ‘জয় পাকিস্তান’ স্লোগানের দাবি ইতিহাসের অনস্বীকার্য বিকৃতি। তিনি আন্তর্জাতিক পরিসরে স্বীকৃত ‘জয় বাংলা’ সংবলিত ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণটিকে চ্যালেঞ্জ করেছেন। অধ্যাপক আহমেদ তাঁর গ্রন্থে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে বিকৃতভাবে উপস্থাপন করে স্বাধীনতাবিরোধীদের দোসর হিসেবে কাজ করছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫