Ajker Patrika

স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে জামিন দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্ত্রী হত্যা মামলায় সাবেক এসপি বাবুল আক্তারকে জামিন দিতে রুল

স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বাবুল আক্তারের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই রুল জারি করেন। আগামী ২ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। 

আদালতে বাবুল আক্তারের জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম। এর আগে এই মামলায় বিচারিক আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম।

ওই ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। হত্যাকাণ্ডে বাবুলের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পিবিআই। পরবর্তীতে বাবুলের বিরুদ্ধে নতুন করে মামলা করেন তাঁর শ্বশুর মোশাররফ হোসেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত