Ajker Patrika

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক আরও জোরদার হবে: মমতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ মে ২০২১, ১১: ৫৭
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক আরও জোরদার হবে: মমতা

ঢাকা: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সম্পর্ক আরও জোরদার হবে বলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনকে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবদুল মোমেনের অভিনন্দন জানিয়ে লেখা চিঠির প্রতিউত্তরে মমতা  বন্দ্যোপাধ্যায়ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর চিঠির প্রতিউত্তরে মমতা  বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের জনগণ উন্নয়ন, শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখা এবং শক্তিশালী করার পক্ষে রায় প্রদান করেছেন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ ভৌগোলিকভাবে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, একই সংস্কৃতি এবং ঐতিহ্যের বন্ধনে আবদ্ধ। ভবিষ্যতে এ আবেগ ও অনুভূতির সম্পর্ক আরও জোরদার হবে।

পশ্চিমবঙ্গকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে মমতা  বন্দ্যোপাধ্যায় বলেন, আপনাদের শুভ কামনা এ যাত্রায় সহায়ক হবে।

উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ঐতিহাসিক বিজয় লাভ করায় গত ৫ মে চিঠির মাধ্যমে তাঁকে আন্তরিক অভিনন্দন জানান ড. মোমেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত