ঢামেক প্রতিনিধি
রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁওয়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ও খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় রাজু (২৯) মারা গেছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এলিফ্যান্ট রোড স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক ছামিরুল (৩০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, শনিবার সন্ধ্যায় খিলগাঁও মোস্তমাঝি এলাকায় তেলের লরির ধাক্কায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী-পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, ‘রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছামিরুল গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। রিকশায় কোনো যাত্রী ছিল কি না, তা এখনো জানা যায়নি।’
মো. রায়হান উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোচালককে আটক করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোস্তমাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি রাজুকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
শিহাব বাহাদুর আরও বলেন, ‘রাজু গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিলেন। লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’
নিহত রাজুর নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গার ১ নম্বর রোডে নিজের বাড়িতেই থাকতেন। তাঁর বাবার নাম আজান আলী।
রাজধানীর এলিফ্যান্ট রোড ও খিলগাঁওয়ে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডে সিএনজি অটোরিকশার ধাক্কায় ছামিরুল কারী (৩০) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক ও খিলগাঁওয়ে তেলের লরির ধাক্কায় রাজু (২৯) মারা গেছেন।
শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এলিফ্যান্ট রোড স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের সামনের রাস্তায় সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন রিকশাচালক ছামিরুল (৩০)। আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে রাত ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, শনিবার সন্ধ্যায় খিলগাঁও মোস্তমাঝি এলাকায় তেলের লরির ধাক্কায় গুরুতর আহত হন রাজু। পরে তাঁকে দ্রুত পঙ্গু হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্ত্রী-পরিবার নিয়ে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকায় থাকতেন ছামিরুল। তাঁর বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সোনাহার আলী।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) মো. রায়হান উদ্দিন বলেন, ‘রাতে স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাচালক ছামিরুল গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। রিকশায় কোনো যাত্রী ছিল কি না, তা এখনো জানা যায়নি।’
মো. রায়হান উদ্দিন আরও বলেন, ‘দুর্ঘটনার পরপরই অটোচালককে আটক করা হয়েছে, গাড়িটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।’
এদিকে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) শিহাব বাহাদুর বলেন, ‘গতকাল সন্ধ্যা ৭টার দিকে মোস্তমাঝি এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি তেলের লরি রাজুকে ধাক্কা দেয়। ফলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
শিহাব বাহাদুর আরও বলেন, ‘রাজু গ্রিন বনশ্রীর নিরাপত্তাকর্মী ছিলেন। লরিটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।’
নিহত রাজুর নানা মো. সেলিম জানান, রাজু তিন মাস আগে বিয়ে করেছেন। স্ত্রী রিতু আক্তারসহ পরিবার নিয়ে খিলগাঁও শেখেরজায়গার ১ নম্বর রোডে নিজের বাড়িতেই থাকতেন। তাঁর বাবার নাম আজান আলী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে