Ajker Patrika

পরীবাগে আমগাছের নিচে রক্তাক্ত হয়ে পড়ে ছিলেন প্রকৌশলী, ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক
পরীবাগে আমগাছের নিচে রক্তাক্ত হয়ে পড়ে ছিলেন প্রকৌশলী, ঢামেকে মৃত্যু

রাজধানীর শাহবাগের পরীবাগে একটি প্রতিষ্ঠানের আমগাছের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি। হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। 

আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আব্দুর রাজ্জাকের সহকর্মী এমরান হোসেন জানান, তাঁর বাড়ি জামালপুর সদর উপজেলায়। পরীবাগে ডানকান ব্রাদার্সের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ওই প্রতিষ্ঠানেই থাকতেন। 

এমরান হোসেন আরো জানান, সন্ধ্যার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আমগাছের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিষ্ঠানের একতলা ভবনের পাশে আমগাছ আছে। ধারণা করা হচ্ছে, আমগাছ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত