Ajker Patrika

অপহৃত স্কুলছাত্রীকে ফেরত চায় পরিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২২, ১৬: ৩৮
অপহৃত স্কুলছাত্রীকে ফেরত চায় পরিবার

প্রায় আড়াই মাস আগে অপহৃত হয় দক্ষিণখান গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী রিয়া আক্তার (১৫)। তাকে উদ্ধারের দাবি জানিয়েছে পরিবার। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছে তারা। 

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে রিয়াকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

রিয়ার বাবা শফিউল ইসলাম বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি সকালে আমার মেয়ে রিয়া আক্তার (১৫) স্কুলে যায়। সে দক্ষিণখান গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। সেদিন স্কুল শেষ হলেও বাসায় ফেরেনি সে। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও সে বাসায় না আসায় স্কুলের সামনে যাই। সেখানে গিয়ে জানতে পারি, বেশ কয়েকজন দুর্বৃত্ত আমার মেয়েকে স্কুলের সামনে থেকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।’ 

শফিউল ইসলাম আরও বলেন, ‘এ ঘটনায় গত ১ মার্চ দক্ষিণখান থানায় মামলা করি। কিন্তু প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও আমার মেয়ের কোনো সন্ধান পায়নি পুলিশ। বারবার দক্ষিণখান থানার পুলিশের শরণাপন্ন হলেও তাঁদের তেমন কোনো সহযোগিতা পাইনি।’

রিয়া আক্তারের বাবা দাবি করেন, সুজন মিয়া নামের স্থানীয় এক ভাড়াটিয়া বেশ কিছুদিন ধরে রিয়াকে স্কুলে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করে আসছিল। প্রেম নিবেদন না করলে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল। রিয়া অপহৃত হওয়ার পর সুজন মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে তার মোবাইলে ফোন করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। সুজন যে বাসায় ভাড়া থাকে, ওই ঘটনার পর থেকে সুজন ওই বাসায় আর যায়নি। 

অভিযুক্ত সুজনের তিনটি সন্তান রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার মেয়েকে উদ্ধারের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ কামনা করছি। এছাড়া এই অপহরণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’ 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে রিয়া আক্তারের মা, তার চাচা ও মামা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত