নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হওয়া মামলায় ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত ১২ জুলাই থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
এ ছাড়া পাবনার সাঁথিয়ায় নতুন করে ১৮ এবং কুমিল্লায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা ও পাবনায় গ্রেপ্তার ২১
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে হওয়া মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
খুলনায় ১১ জন কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় আটকদের মধ্যে ১১ জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে এসআই হাসানুর রশিদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোনাডাঙ্গা থানায় হওয়া অপর একটি মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরায় রিমান্ডে ৬ জন
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা সদর থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. আব্দুস সেলিম। বিচারক ১৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি]
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় হওয়া মামলায় ২৪ ঘণ্টায় রাজধানীতে আরও ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়। এই নিয়ে গত ১২ জুলাই থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৭৪টি মামলা হয়েছে। এসব মামলায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মোট ৩ হাজার ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।
এ ছাড়া পাবনার সাঁথিয়ায় নতুন করে ১৮ এবং কুমিল্লায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুমিল্লা ও পাবনায় গ্রেপ্তার ২১
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় বিএনপি-জামায়াতের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর পাবনার সাঁথিয়ায় কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে হওয়া মামলায় বিএনপি-জামায়াত ও অঙ্গসংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
খুলনায় ১১ জন কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি চলাকালে খুলনায় আটকদের মধ্যে ১১ জনকে পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালত ও পুলিশ সূত্র জানায়, পুলিশের ওপর হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বুধবার গভীর রাতে এসআই হাসানুর রশিদ বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া সোনাডাঙ্গা থানায় হওয়া অপর একটি মামলায় আরও পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাতক্ষীরায় রিমান্ডে ৬ জন
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলায় গ্রেপ্তার সাত আসামিকে দুই দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা সদর থানা থেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার আরও ছয় আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বিকেলে জেলা কারাগার থেকে সদর থানায় আনা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, গত ১৭ জুলাই সাতক্ষীরা সদর থানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে দুই সহকারী উপপরিদর্শক ও এক কনস্টেবল আহত হন। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক ব্রজকিশোর পাল বাদী হয়ে পরদিন থানায় একটি মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা সদর থানার পুলিশ পরিদর্শক (ইনটেলিজেন্স) মোল্লা মো. আব্দুস সেলিম। বিচারক ১৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন খুলনা, সাতক্ষীরা, কুমিল্লা ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি]
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে