কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
জনবলের সংকটে ভুগছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দরিদ্র মানুষের চিকিৎসার ক্ষেত্রে শেষ আস্থা ও ভরসার স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র ৩ চিকিৎসক দিয়েই চলছে। অথচ ১১ চিকিৎসকের পদ রয়েছে। সংকট রয়েছে অন্যান্য পদেও। হয় না কোনো ধরনের অস্ত্রোপচার। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় দেড় লাখ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রসূতি, শিশু, সার্জারি, মেডিসিন, অ্যানেসথেসিয়া বিভাগসহ মোট ১১টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৩ জন চিকিৎসক। জুন মাসে আরও ২ জন বদলি হয়ে যাবেন, ডিসেম্বরের দিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির আরও কয়েকজন যাবেন অবসরে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদ রয়েছে ৮২টি, কিন্তু বর্তমানে কর্মরত আছেন ৪২ জন। বাকি ৪০ জনের পদও শূন্য।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে লম্বা লাইন। রোগীরা এসেছেন সর্দি-জ্বর, ডায়রিয়া, গর্ভাবস্থা বা শিশুর অসুস্থতা নিয়ে। অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। যাদের একমাত্র ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।
আছিয়া খাতুন নামে একজন বলেন, ‘আগে এখানে সিজার হতো। গরিবদের অনেক উপকার হতো। এখন তা বন্ধ। বাধ্য হয়ে আমি প্রাইভেট হাসপাতালে সিজার করিয়েছি। সরকার যেন দ্রুত এই সেবা চালু করে। যাতে আমাদের মতো গরিবদের উপকার হয়।’
আনোয়ার হোসেন নামে একজন বলেন, ‘ডাক্তার ঠিকমতো পাওয়া যায় না। যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন হয় না। দেখার কেউ নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী আজকের পত্রিকাকে বলেন, ‘ডাক্তার তো কম, তার ওপর নার্সদের ব্যবহার খুবই খারাপ। স্থানীয়দের প্রতি পক্ষপাতিত্ব করা হয়।
রোগী হিসেবে আমাদের সম্মান থাকা উচিত।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, তিনজন দিয়ে ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি চালানো অত্যন্ত কষ্টকর। প্রায় দিনই ১২ ঘণ্টা টানা কাজ করতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, ‘১১ জন ডাক্তারের বিপরীতে আছেন মাত্র ৩ জন। ৩ জন চিকিৎসকের পক্ষে এত রোগী দেখা কঠিন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ তাঁর দাবি, এ সংকট শুধু কামারখন্দ নয়, সারা দেশেই আছে।
জনবলের সংকটে ভুগছে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দরিদ্র মানুষের চিকিৎসার ক্ষেত্রে শেষ আস্থা ও ভরসার স্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র ৩ চিকিৎসক দিয়েই চলছে। অথচ ১১ চিকিৎসকের পদ রয়েছে। সংকট রয়েছে অন্যান্য পদেও। হয় না কোনো ধরনের অস্ত্রোপচার। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে হাসপাতালটি। আর চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় দেড় লাখ মানুষ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রসূতি, শিশু, সার্জারি, মেডিসিন, অ্যানেসথেসিয়া বিভাগসহ মোট ১১টি পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৩ জন চিকিৎসক। জুন মাসে আরও ২ জন বদলি হয়ে যাবেন, ডিসেম্বরের দিকে তৃতীয় ও চতুর্থ শ্রেণির আরও কয়েকজন যাবেন অবসরে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদ রয়েছে ৮২টি, কিন্তু বর্তমানে কর্মরত আছেন ৪২ জন। বাকি ৪০ জনের পদও শূন্য।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগে লম্বা লাইন। রোগীরা এসেছেন সর্দি-জ্বর, ডায়রিয়া, গর্ভাবস্থা বা শিশুর অসুস্থতা নিয়ে। অধিকাংশই নিম্ন আয়ের মানুষ। যাদের একমাত্র ভরসা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।
আছিয়া খাতুন নামে একজন বলেন, ‘আগে এখানে সিজার হতো। গরিবদের অনেক উপকার হতো। এখন তা বন্ধ। বাধ্য হয়ে আমি প্রাইভেট হাসপাতালে সিজার করিয়েছি। সরকার যেন দ্রুত এই সেবা চালু করে। যাতে আমাদের মতো গরিবদের উপকার হয়।’
আনোয়ার হোসেন নামে একজন বলেন, ‘ডাক্তার ঠিকমতো পাওয়া যায় না। যন্ত্রপাতি থাকা সত্ত্বেও অপারেশন হয় না। দেখার কেউ নেই।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী আজকের পত্রিকাকে বলেন, ‘ডাক্তার তো কম, তার ওপর নার্সদের ব্যবহার খুবই খারাপ। স্থানীয়দের প্রতি পক্ষপাতিত্ব করা হয়।
রোগী হিসেবে আমাদের সম্মান থাকা উচিত।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, তিনজন দিয়ে ইনডোর, আউটডোর ও ইমার্জেন্সি চালানো অত্যন্ত কষ্টকর। প্রায় দিনই ১২ ঘণ্টা টানা কাজ করতে হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমিন উদ্দিন বলেন, ‘১১ জন ডাক্তারের বিপরীতে আছেন মাত্র ৩ জন। ৩ জন চিকিৎসকের পক্ষে এত রোগী দেখা কঠিন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ তাঁর দাবি, এ সংকট শুধু কামারখন্দ নয়, সারা দেশেই আছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে