নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কিস্তি কীভাবে দেব বুঝতে পারতেছি না। কষ্টে বুকটা ফাইট্টা যাইতাছে। আজকে তিনটা দিন, খাওয়া নাই, দাওয়া নাই, খালি টেনশন আর টেনশন। টাকা দিয়ে কি আমি টেনশন কিনলাম, এটাই মনে হচ্ছে।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর সামনে আজকের পত্রিকাকে এসব কথা বলছিলেন মালয়েশিয়াগামী মো. আবু সাঈদ শিকদার।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অনিয়মের কারণে ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশিদের জন্য আবার দেশটির শ্রমবাজার খোলে। তখন আবারও চক্র সক্রিয় হয়। এই পরিপ্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায়, দেশটি আপাতত আর শ্রমিক নেবে না। তাদের কোটা পূরণ হয়েছে। যাঁরা এরই মধ্যে অনুমোদন ও ভিসা পেয়েছেন ৩১ মের (আজ শুক্রবার রাত ১২টা) মধ্যে তাঁদের মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে।
দুই মাসের বেশি আগে মালয়েশিয়া সরকার সময় বেঁধে দিলেও রিক্রুটিং এজেন্সিগুলো কোনো ব্যবস্থা নেয়নি। রিক্রুটিং এজেন্সিগুলো সরকার বেঁধে দেওয়া খরচের কয়েক গুণ টাকা নিলেও তাদের অবহেলায় বহু মানুষ এখন বিপদে পড়েছেন। সময় আর হাতে না থাকায় উড়োজাহাজের টিকিট ছাড়াই এখন বিমানবন্দরে ভিড় করছেন মানুষ। টিকিট না পেয়ে প্রায় ৩১ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারছেন না।
পটুয়াখালী সদর থেকে আসা মো. আবু সাঈদ শিকদার এমনই একজন। অনেক দিন আগেই মালয়েশিয়া যাওয়ার জন্য পরিকল্পনা করেন। এরপর পরিচিত এক আত্মীয়ের কাছ থেকে ভিসা পান। শুরুতে এক লাখ টাকা দেন। পরে আরও ৪ লাখ টাকাসহ মোট ৫ লাখ টাকা দেন তিনি। সব কাজ শেষে তাঁকে টিকিট দেওয়ার কথা থাকলেও এজেন্সি থেকে তা আর দেওয়া হয়নি।
টিকিটের বিষয়ে আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, তিন দিন ধরে বিমানবন্দরের ভেতরেই রাস্তায় রাস্তায় ঘুরতেছি। খাওয়া নাই, ঘুম নাই, শুধু ঘুরতেছি। অনেকে টিকিট নিয়ে আসে। আমার সঙ্গের কারোর ২টায়, কারোর ৫ টায় ফ্লাইট। কিন্তু আমার কখন তা জানি না। একেক সময় একেক কথা বলে। গত তিন দিন এভাবেই চলছে।
তিনি বলেন, ‘আজ সর্বশেষ বিকেল ৫টার কথা বলে, তা-ও হয়নি। এরপর সন্ধ্যা ৭টার কথা বলল, তা-ও হয়নি। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি। অপেক্ষা আর শেষ হচ্ছে না। এভাবেই চলছে।’
সাঈদ বলেন, ‘পাঁচ লাখ টাকা দিয়েছি। সুদের ওপর, আর কিছু টাকা বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে ধারদেনা করেছি। কিছুদিন পর দিয়ে দেব। এখন জানি না, না গেলে এই টাকাগুলো কীভাবে শোধ হবে।’
কিস্তি কীভাবে দেব বুঝতে পারতেছি না। কষ্টে বুকটা ফাইট্টা যাইতাছে। আজকে তিনটা দিন, খাওয়া নাই, দাওয়া নাই, খালি টেনশন আর টেনশন। টাকা দিয়ে কি আমি টেনশন কিনলাম, এটাই মনে হচ্ছে।
শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ এর সামনে আজকের পত্রিকাকে এসব কথা বলছিলেন মালয়েশিয়াগামী মো. আবু সাঈদ শিকদার।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় অনিয়মের কারণে ৪ বছর বন্ধ থাকার পর ২০২২ সালে বাংলাদেশিদের জন্য আবার দেশটির শ্রমবাজার খোলে। তখন আবারও চক্র সক্রিয় হয়। এই পরিপ্রেক্ষিতে গত মার্চে মালয়েশিয়া জানায়, দেশটি আপাতত আর শ্রমিক নেবে না। তাদের কোটা পূরণ হয়েছে। যাঁরা এরই মধ্যে অনুমোদন ও ভিসা পেয়েছেন ৩১ মের (আজ শুক্রবার রাত ১২টা) মধ্যে তাঁদের মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে।
দুই মাসের বেশি আগে মালয়েশিয়া সরকার সময় বেঁধে দিলেও রিক্রুটিং এজেন্সিগুলো কোনো ব্যবস্থা নেয়নি। রিক্রুটিং এজেন্সিগুলো সরকার বেঁধে দেওয়া খরচের কয়েক গুণ টাকা নিলেও তাদের অবহেলায় বহু মানুষ এখন বিপদে পড়েছেন। সময় আর হাতে না থাকায় উড়োজাহাজের টিকিট ছাড়াই এখন বিমানবন্দরে ভিড় করছেন মানুষ। টিকিট না পেয়ে প্রায় ৩১ হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় যেতে পারছেন না।
পটুয়াখালী সদর থেকে আসা মো. আবু সাঈদ শিকদার এমনই একজন। অনেক দিন আগেই মালয়েশিয়া যাওয়ার জন্য পরিকল্পনা করেন। এরপর পরিচিত এক আত্মীয়ের কাছ থেকে ভিসা পান। শুরুতে এক লাখ টাকা দেন। পরে আরও ৪ লাখ টাকাসহ মোট ৫ লাখ টাকা দেন তিনি। সব কাজ শেষে তাঁকে টিকিট দেওয়ার কথা থাকলেও এজেন্সি থেকে তা আর দেওয়া হয়নি।
টিকিটের বিষয়ে আবু সাঈদ আজকের পত্রিকাকে বলেন, তিন দিন ধরে বিমানবন্দরের ভেতরেই রাস্তায় রাস্তায় ঘুরতেছি। খাওয়া নাই, ঘুম নাই, শুধু ঘুরতেছি। অনেকে টিকিট নিয়ে আসে। আমার সঙ্গের কারোর ২টায়, কারোর ৫ টায় ফ্লাইট। কিন্তু আমার কখন তা জানি না। একেক সময় একেক কথা বলে। গত তিন দিন এভাবেই চলছে।
তিনি বলেন, ‘আজ সর্বশেষ বিকেল ৫টার কথা বলে, তা-ও হয়নি। এরপর সন্ধ্যা ৭টার কথা বলল, তা-ও হয়নি। শেষ পর্যন্ত অপেক্ষা করতেছি। অপেক্ষা আর শেষ হচ্ছে না। এভাবেই চলছে।’
সাঈদ বলেন, ‘পাঁচ লাখ টাকা দিয়েছি। সুদের ওপর, আর কিছু টাকা বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে ধারদেনা করেছি। কিছুদিন পর দিয়ে দেব। এখন জানি না, না গেলে এই টাকাগুলো কীভাবে শোধ হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে