নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা দুবাইয়ে টাকা পাচার করেছেন এমন ১৭ জনের তথ্য আছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নুর। তাঁরা দুবাইয়ের বিভিন্ন শহরে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে সেসব তথ্য দিতে আগ্রহী বলেও জানান নুর।
আজ বৃহস্পতিবার বিকেলে কাতার, দুবাই ও সৌদি আরব সফর এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দুবাই সফর প্রসঙ্গে নূরুল হক নুর বলেন, ‘দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা টাকা পাচার করেছেন। আমার কাছে এমন ১৭ জনের তথ্য আছে। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে আমি এসব তথ্য দিতে আগ্রহী। সরকার তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আরব আমিরাতের বিভিন্ন শহরে তাঁরা কয়েক হাজার কোটি বিনিয়োগ করেছেন।’
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি প্রসঙ্গে নুর বলেন, ‘সরকার আমাদের ইসলামবিদ্বেষী হিসেবে প্রচার করতে চায়। সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে। এসব যন্ত্রের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন লঙ্ঘন করছে। সরকার গণমাধ্যমকে ব্যবহার করে এ কাজ করেছে। বিদেশ থেকেও আমি স্পষ্ট করেছি, এ ধরনের কোনো মিটিংয়ে আমি যাইনি, যেতেও চাই না।’
গণ অধিকার পরিষদ সরকার উৎখাতের জন্য নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে জানিয়ে দলের সদস্যসচিব বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছি। সরকার যে নীলনকশা নিয়ে আগাচ্ছে, তাতে মানুষের ওপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বিরোধীদের ওপর দায় চাপাতে পারে। আপনারা দেখেছেন বিএনপির অফিসে আইনশৃঙ্খলা বাহিনী কী নাটক সাজিয়েছিল।’
এ সময় তিনি বিরোধী দলের নেতা-কর্মী, পুলিশ ও সেনাবাহিনীসহ সবাইকে সর্তক থাকার এবং গণমাধ্যমকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন থেকে ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি, মিথ্যা মামলায় গ্রেপ্তার রাজবন্দীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন নূরুল হক নুর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, ফাতেমা তাসনিম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ।
দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা দুবাইয়ে টাকা পাচার করেছেন এমন ১৭ জনের তথ্য আছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সদস্যসচিব নূরুল হক নুর। তাঁরা দুবাইয়ের বিভিন্ন শহরে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে সেসব তথ্য দিতে আগ্রহী বলেও জানান নুর।
আজ বৃহস্পতিবার বিকেলে কাতার, দুবাই ও সৌদি আরব সফর এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
দুবাই সফর প্রসঙ্গে নূরুল হক নুর বলেন, ‘দুবাইয়ে দেশের প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সদ্যবিদায়ী আমলারা টাকা পাচার করেছেন। আমার কাছে এমন ১৭ জনের তথ্য আছে। গণমাধ্যম যদি সেসব তথ্য প্রচার করতে পারে, তাহলে আমি এসব তথ্য দিতে আগ্রহী। সরকার তাঁদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আরব আমিরাতের বিভিন্ন শহরে তাঁরা কয়েক হাজার কোটি বিনিয়োগ করেছেন।’
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে ছবি প্রসঙ্গে নুর বলেন, ‘সরকার আমাদের ইসলামবিদ্বেষী হিসেবে প্রচার করতে চায়। সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনেছে। এসব যন্ত্রের মাধ্যমে মানুষের ব্যক্তিগত তথ্য সুরক্ষার আইন লঙ্ঘন করছে। সরকার গণমাধ্যমকে ব্যবহার করে এ কাজ করেছে। বিদেশ থেকেও আমি স্পষ্ট করেছি, এ ধরনের কোনো মিটিংয়ে আমি যাইনি, যেতেও চাই না।’
গণ অধিকার পরিষদ সরকার উৎখাতের জন্য নয়, বরং সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে জানিয়ে দলের সদস্যসচিব বলেন, ‘ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সবাই স্বতঃস্ফূর্ত আন্দোলন করছি। সরকার যে নীলনকশা নিয়ে আগাচ্ছে, তাতে মানুষের ওপর ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে বিরোধীদের ওপর দায় চাপাতে পারে। আপনারা দেখেছেন বিএনপির অফিসে আইনশৃঙ্খলা বাহিনী কী নাটক সাজিয়েছিল।’
এ সময় তিনি বিরোধী দলের নেতা-কর্মী, পুলিশ ও সেনাবাহিনীসহ সবাইকে সর্তক থাকার এবং গণমাধ্যমকর্মীদের চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলন থেকে ফোনে আড়ি পেতে নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা হরণ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি, মিথ্যা মামলায় গ্রেপ্তার রাজবন্দীদের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামীকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা করেন নূরুল হক নুর।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, ফারুক হাসান, আবু হানিফ, সাদ্দাম হোসেন, ফাতেমা তাসনিম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, পেশাজীবী অধিকার পরিষদের সদস্যসচিব নিজাম উদ্দিন প্রমুখ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে