নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টানা দাবদাহের পর ঈদের দিন বিকেলে এক মিলিমিটার বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। আজ ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই আকাশ মেঘ করে আছে। মাঝে মাঝে বড় বড় ফোঁটার বৃষ্টির দেখাও মিলছে। এবার ঈদের আগে দুই দিন ছুটি মিললেও ঈদ শেষে ছুটি এক দিনই। ঘরে ফেরার তাড়া থাকলেও আড়মোড়া কাটেনি নগরবাসীর। এমন মেঘলা আবহাওয়া আর ছুটি মিলিয়ে রাজধানী অনেকটাই ফাঁকা।
ঢাকার বিভিন্ন অঞ্চল ঘুরে আজ রোববার দেখা যায় দোকানপাট বন্ধ। তবে এখনো খোলা আছে কয়েকটা জামাকাপড় ও জুতার দোকান। কিছু জায়গায় খুলেছে কোনো কোনো সুপারশপ।
নাম প্রকাশে অনিচ্ছুক এসব দোকানের কর্মচারীরা জানালেন, তাঁদের ছুটি ভাগ করে দেওয়া হয়েছে। কেউ রোজার ঈদে ছুটি পেলে অন্যরা পাবে কোরবানির ঈদে।
রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে নেই কোনো যানজট। নগর পরিবহন কম। আর এই সুযোগে ঢাকার রাস্তায় বেড়েছে রিকশা ও সিএনজি অটোরিকশা। নগর পরিবহন কম থাকা এবং ব্যক্তিগত গাড়ির বাইরে নগরীর যাতায়াতের বড় মাধ্যমে পরিণত হয়েছে এ দুটি যান।
রামপুরা, মৌচাক, সায়েদাবাদ, কমলাপুর, শান্তিনগর, মগবাজার, কারওয়ান বাজার, বাংলামোটর মোড়গুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। গন্তব্য কম হলেও ভাড়া বেশি।
ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ছেনও তাঁরা। তবে রিকশাভাড়া আয়ত্তের মধ্যে আনলেও সিএনজিচালিত অটোরিকশাচালকেরা কিছুতেই যাবেন না ভাড়ায় না পোষালে।
মোড়ে মোড়ে যানজট না থাকলেও বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। বিজয় সরণিতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কানাই বিশ্বাস বলেন, বিকেলের পর একটু যানজট থাকে। এখন অনেকটাই ফাঁকা। তবে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার আধিক্য বেশি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকালে জানানো হয়েছে কালবৈশাখী ও বৃষ্টির সংবাদ। উপকূলীয় জেলাগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কসংকেত, যার প্রভাব পড়েছে রাজধানীতেও। নিরবচ্ছিন্ন বৃষ্টি না হলেও গত কয়েক দিনের দাবদাহ থেকে রক্ষা পেয়েছে মানুষ। সকাল থেকে বাতাস আর মেঘের জন্য নগরী এখন অনেকটাই ঠান্ডা।
টানা দাবদাহের পর ঈদের দিন বিকেলে এক মিলিমিটার বৃষ্টির দেখা পেয়েছে রাজধানীবাসী। আজ ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই আকাশ মেঘ করে আছে। মাঝে মাঝে বড় বড় ফোঁটার বৃষ্টির দেখাও মিলছে। এবার ঈদের আগে দুই দিন ছুটি মিললেও ঈদ শেষে ছুটি এক দিনই। ঘরে ফেরার তাড়া থাকলেও আড়মোড়া কাটেনি নগরবাসীর। এমন মেঘলা আবহাওয়া আর ছুটি মিলিয়ে রাজধানী অনেকটাই ফাঁকা।
ঢাকার বিভিন্ন অঞ্চল ঘুরে আজ রোববার দেখা যায় দোকানপাট বন্ধ। তবে এখনো খোলা আছে কয়েকটা জামাকাপড় ও জুতার দোকান। কিছু জায়গায় খুলেছে কোনো কোনো সুপারশপ।
নাম প্রকাশে অনিচ্ছুক এসব দোকানের কর্মচারীরা জানালেন, তাঁদের ছুটি ভাগ করে দেওয়া হয়েছে। কেউ রোজার ঈদে ছুটি পেলে অন্যরা পাবে কোরবানির ঈদে।
রাজধানীর ব্যস্ত মোড়গুলোতে নেই কোনো যানজট। নগর পরিবহন কম। আর এই সুযোগে ঢাকার রাস্তায় বেড়েছে রিকশা ও সিএনজি অটোরিকশা। নগর পরিবহন কম থাকা এবং ব্যক্তিগত গাড়ির বাইরে নগরীর যাতায়াতের বড় মাধ্যমে পরিণত হয়েছে এ দুটি যান।
রামপুরা, মৌচাক, সায়েদাবাদ, কমলাপুর, শান্তিনগর, মগবাজার, কারওয়ান বাজার, বাংলামোটর মোড়গুলোতে যাত্রীর জন্য অপেক্ষা করছে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা। গন্তব্য কম হলেও ভাড়া বেশি।
ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ছেনও তাঁরা। তবে রিকশাভাড়া আয়ত্তের মধ্যে আনলেও সিএনজিচালিত অটোরিকশাচালকেরা কিছুতেই যাবেন না ভাড়ায় না পোষালে।
মোড়ে মোড়ে যানজট না থাকলেও বেড়েছে ব্যক্তিগত গাড়ির ব্যবহার। বিজয় সরণিতে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট কানাই বিশ্বাস বলেন, বিকেলের পর একটু যানজট থাকে। এখন অনেকটাই ফাঁকা। তবে প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার আধিক্য বেশি।
এদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ সকালে জানানো হয়েছে কালবৈশাখী ও বৃষ্টির সংবাদ। উপকূলীয় জেলাগুলোতে দেখাতে বলা হয়েছে ১ নম্বর সতর্কসংকেত, যার প্রভাব পড়েছে রাজধানীতেও। নিরবচ্ছিন্ন বৃষ্টি না হলেও গত কয়েক দিনের দাবদাহ থেকে রক্ষা পেয়েছে মানুষ। সকাল থেকে বাতাস আর মেঘের জন্য নগরী এখন অনেকটাই ঠান্ডা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫