Ajker Patrika

ভারতীয় ফ্যাক্ট চেকার যুবায়েরের মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতীয় ফ্যাক্ট চেকার যুবায়েরের মুক্তি দাবি

ভারতীয় ‘ফ্যাক্ট চেকার’ সাংবাদিক মোহাম্মদ যুবায়েরের মুক্তি দাবি করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। আজ শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে এক মানববন্ধন থেকে এ দাবি তোলা হয়। 

এ সময় ব্যানারে ‘বাংলাদেশ থেকে বন্ধুরা’ শিরোনামে সাংবাদিক আরিফুজ্জামান তুহিন, মো. মুক্তাদির রশিদ, আহমেদ ফয়েজ, মানবাধিকারকর্মী নুর খান লিটন প্রমুখ বক্তব্য দেন। 

আরিফুজ্জামান তুহিন বলেন, যুবায়েরের একমাত্র অপরাধ ছিল তিনি বিজেপি এবং আরএসএসের প্রোপাগান্ডা নস্যাৎ করেছিলেন। এ জন্য তাঁর কণ্ঠ রোধ করতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। 

বাংলাদেশেও এমন অনেক ঘটনা ঘটছে উল্লেখ করে তুহিন বলেন, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন হলে ভারতে মুসলমানেরা এবং ভারতে মুসলমানদের ওপর নির্যাতন হলে বাংলাদেশে হিন্দুরা আতঙ্কিত থাকেন। 

মানবাধিকারকর্মী নুর খান লিটন বলেন, সারা পৃথিবীতেই গুজব রয়েছে। গুজবের বিরুদ্ধে সোচ্চার হয়ে ফ্যাক্ট চেকাররা অনেক সহিংসতা রোধ করেছেন। তাই ভারতে যুবায়ের গ্রেপ্তার হওয়া সারা পৃথিবীতে ফ্যাক্ট চেকার সাংবাদিকদের আহত করেছে। এ সময় বাংলাদেশেও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সাংবাদিকেরা হেনস্তার স্বীকার হচ্ছেন উল্লেখ করে তিনি এ আইন বাতিলের দাবি জানান। 

গত ২৭ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের অল্ট নিউজের সহপ্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়েরকে গ্রেপ্তার করে নয়াদিল্লি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত