Ajker Patrika

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘ফোসা’র শ্রদ্ধা নিবেদন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৫: ৫৫
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ‘ফোসা’র শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতিকদের জীবনসঙ্গীদের সংগঠন ফরেন অফিস স্পাউসেস অ্যাসোসিয়েশনের (ফোসা) নির্বাহী কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শুক্রবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংগঠনটির নির্বাহী কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

এ সময় ফোসার প্রধান পৃষ্ঠপোষক পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন, পৃষ্ঠপোষক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মিণী আয়েশা আখতার (ডালিয়া), সভাপতি পররাষ্ট্রসচিবের সহধর্মিণী ফাহমিদা সোমা জেবিন এবং সংগঠনের পদস্থ ও অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত