Ajker Patrika

সীতাকুণ্ডে নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দিতে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জুন ২০২২, ১৭: ৩৭
সীতাকুণ্ডে নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুনে পুড়ে ৪৪ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে আহত ব্যক্তিদের চিকিৎসা ও ৫০ লাখ টাকা করে দিতে বলা হয়েছে নোটিশে ৷ এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তও চাওয়া হয়েছে।

আজ বুধবার জনস্বার্থে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হুমায়ুন কবির পল্লব এই লিগ্যাল নোটিশ পাঠান। 

শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ৯ জনকে এই নোটিশ পাঠানো হয়েছে। তিন দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে প্রতিকার চাওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত