Ajker Patrika

ধামরাইয়ে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল বাবা-ছেলের

সাভার (ঢাকা) প্রতিনিধি
ধামরাইয়ে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল বাবা-ছেলের

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই এলাকায় পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পিকআপের পেছনে থাকা যাত্রী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মহাসড়কের ধামরাই থানাধীন কসমস এলাকায় আরিচামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় পিকআপ চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়েছে ফায়ার সার্ভিস। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা। শিশু ও পিকআপ চালককে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

নিহতরা হলেন—মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কয়লা গ্রামের মো. মহিদুল (৪২) ও তাঁর ছেলে আব্দুল্লাহ (১০)। আহত পিকআপ চালক হলেন বগুড়া জেলার মো. সাগর মিয়া (৩৫)।

পিকআপ চালক সাগর মিয়ার বরাত দিয়ে ধামরাই ফায়ার সার্ভিস জানায়, পিকআপে করে একটি ফ্রিজ নিয়ে মানিকগঞ্জে যাচ্ছিলেন বাবা-ছেলে। তারা ফ্রিজের সঙ্গে পিকআপের পেছনেই ছিলেন। কসমস এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপের। তখন পেছন থেকে বাবা-ছেলে ছিটকে পড়েন। এ সময় অন্য একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান বাবা মহিদুল। আর পিকআপ চালক নিজ সিটেই আটকা পড়েন। ফায়ার সার্ভিস এসে চালক ও শিশুটিকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বাবা-ছেলে সাভার থেকে মানিকগঞ্জে নিজেদের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। নিহত মহিদুলের পেশা সম্পর্কে জানা যায়নি। 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান আছে। চালক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত