অনলাইন ডেস্ক
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং হত্যার বিচারের দাবিতে রাজধানী রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ ও আংশিক অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং হত্যার দ্রুত বিচারসহ তাদের দাবিগুলো তুলে ধরেন।
আজ বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শিহান এবং এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, এই হত্যাকাণ্ড দুটি টার্গেট কিলিং এবং দেশে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। তাঁরা বলেন, ‘এখনো পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, দ্রুত বিচার না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। যদি খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো ঢাকা অবরোধ করা হবে।’
গত ১২ ডিসেম্বর সকালে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে চার দফা দাবিতে কর্মসূচি পালন করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে ছিল—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি বিবৃতি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিহানকে একটি ফিচার করতে হবে। পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। যতক্ষণ না আসামিরা গ্রেপ্তার হবে, ততক্ষণ পর্যন্ত ফেসবুক প্রোফাইলে শিহানের ছবি প্রকাশ করে মৌন প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের এবং প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, যাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। তারা বারবার সতর্ক করে বলেন, যদি তাঁদের দাবি না মেনে নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুই শিক্ষার্থীকে হত্যার প্রতিবাদে এবং হত্যার বিচারের দাবিতে রাজধানী রামপুরা ব্রিজে বিক্ষোভ সমাবেশ ও আংশিক অবরোধ কর্মসূচি পালন করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন এবং হত্যার দ্রুত বিচারসহ তাদের দাবিগুলো তুলে ধরেন।
আজ বুধবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্মিলিত ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শিহান এবং এআইইউবি শিক্ষার্থী সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানানো হয়।
আন্দোলনকারীরা দাবি করেন, এই হত্যাকাণ্ড দুটি টার্গেট কিলিং এবং দেশে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা বেড়ে গেছে। তাঁরা বলেন, ‘এখনো পর্যন্ত প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সঠিক ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানাচ্ছি, দ্রুত বিচার না হলে আমরা কঠোর কর্মসূচি দেব। যদি খুনিদের গ্রেপ্তার করা না হয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো ঢাকা অবরোধ করা হবে।’
গত ১২ ডিসেম্বর সকালে গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহানকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিনে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ সীমান্ত। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
এর আগে, গত ১২ ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ক্যাম্পাসের সামনে চার দফা দাবিতে কর্মসূচি পালন করেন। তাঁদের দাবিগুলোর মধ্যে ছিল—বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবিলম্বে একটি বিবৃতি দিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিহানকে একটি ফিচার করতে হবে। পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। ৭২ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচার শুরু করতে হবে। যতক্ষণ না আসামিরা গ্রেপ্তার হবে, ততক্ষণ পর্যন্ত ফেসবুক প্রোফাইলে শিহানের ছবি প্রকাশ করে মৌন প্রতিবাদ চালিয়ে যেতে হবে।
এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সরকারের এবং প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, যাতে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। তারা বারবার সতর্ক করে বলেন, যদি তাঁদের দাবি না মেনে নেওয়া হয়, তবে ভবিষ্যতে আরও কঠোর প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে