Ajker Patrika

পেশাদার চাঁদাবাজ চক্রের আরও ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ২১: ৫৯
পেশাদার চাঁদাবাজ চক্রের আরও ২ জন গ্রেপ্তার

প্রকাশ্যে চাঁদাবাজির সময় রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। রোববার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় দারুস সালাম এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত বুধবার (২২ ডিসেম্বর) মিরপুর ও ভাষানটেক এলাকা থেকে আরও চার চাঁদাবাজকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৪। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নুর আলম (৫০), শাহাদৎ সরদার (৪০)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে চাঁদাবাজির ১০ হাজার ৮৫০ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়েছে। 

তাঁরা পেশাদার চাঁদাবাজ চক্রের সদস্য জানিয়ে র‍্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেন, ‘পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে তাঁরা বিভিন্ন দোকান থেকে ২৫০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিল। কেউ চাঁদার টাকা দিতে না চাইলে তাঁরা তাঁকে বিভিন্ন ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিত। দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে জোরপূর্বক চাঁদার টাকা আদায় করে আসছিল।’ 

মোজাম্মেল হক আরও জানান, বিভিন্ন দোকান ছাড়াও ঢাকায় আসা সাধারণ মানুষের যানবাহন আটকে চাঁদাবাজি করে একটি চক্র। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা টাকা, মোবাইল, ল্যাপটপ ও দামি জিনিসপত্র ছিনতাই করে নেয় তাঁরা। গাবতলী, মিরপুর, বেড়িবাঁধসহ বিভিন্ন স্থানে চক্রটি সংঘবদ্ধভাবে ছিনতাই ও চাঁদাবাজি করছে। চক্রের অন্যদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত