নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘দাহ্য পদার্থের কথা অস্পষ্ট রেখে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ গাফিলতির পরিচয় দিয়েছে।’
আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে নাছিমা বেগম এ কথা বলেন। পরিদর্শন শেষে আহতদের চিকিৎসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নাছিমা বেগম গণমাধ্যমকে বলেন, ‘দাহ্য পদার্থের কথা অস্পষ্ট রেখে মালিকপক্ষ গাফিলতির পরিচয় দিয়েছে।’ এ ঘটনার যথাযথ তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
দুর্ঘটনায় ফায়ারফাইটাররা যে আন্তরিকতার সঙ্গে লড়াই করেন, তা সত্যিই প্রশংসনীয় জানিয়ে নাছিমা বেগম বলেন, ‘কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে, সেখানে হাইড্রোজেন পার অক্সাইডের মজুত ছিল, যেটা পানির সংস্পর্শে এলে আরও ব্যাপক ক্ষতি হতে পারে—বিষয়টি যদি জানানো হতো তাহলে হয়তো তারা সেরকম প্রোটেকশন নিয়ে অগ্নি নির্বাপণের যেতেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সে ধরনের মেকানিজম ব্যবহার করতেন। কিন্তু সেই জিনিসটি অস্পষ্ট রেখে কর্তৃপক্ষ পুরোপুরি গাফিলতির পরিচয় দিয়েছে। যারা এখানে গাফিলতি করেছে, তারাই এটার সঙ্গে জড়িত। দায়টা তাদেরই নিতে হবে।’
এ ঘটনায় যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের মানবিক বিপর্যয় কাম্য নয়। এমন মানবিক দুর্যোগ ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এখনই সতর্ক হতে হবে। অতীতেও আমরা অনেকবার বলেছি। সেই চুড়িহাট্টা, নিমতলী, রানা প্লাজা, তারপর লঞ্চ দুর্ঘটনা, সেজান জুস কারখানা গেল। এসবের পর আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।'
আহতদের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এখানে যাঁরা ভর্তি, তাঁদের সঙ্গে কথা বলেছি, চিকিৎসার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। তবে এত বড় দুর্ঘটনার পর আমি বলতে চাই, কেউ যেন দায়িত্ব পালনে অবহেলা না করি। অন্য কারও কাঁধে চাপানোর চেষ্টা না করি।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ সময় সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি কোনো নাশকতা কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘এটা নাশকতা কি না বা এটা কী, তা উদ্ঘাটন করা হোক, তদন্ত করা হোক। যারা এ ঘটনা এবং দায়িত্বে গাফিলতির সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’ আমি মনে করি দেশে যত জায়গায় যত ডিপো আছে, সেগুলো পরিদর্শন করে যতটুকু সেফটি মেজর থাকা দরকার সেগুলো যেন সবাই রাখেন, কমিশনের পক্ষ থেকে সেই আহ্বান জানাচ্ছি।’
এই সম্পর্কিত সর্বশেষ:
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, ‘দাহ্য পদার্থের কথা অস্পষ্ট রেখে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ গাফিলতির পরিচয় দিয়েছে।’
আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে নাছিমা বেগম এ কথা বলেন। পরিদর্শন শেষে আহতদের চিকিৎসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে নাছিমা বেগম গণমাধ্যমকে বলেন, ‘দাহ্য পদার্থের কথা অস্পষ্ট রেখে মালিকপক্ষ গাফিলতির পরিচয় দিয়েছে।’ এ ঘটনার যথাযথ তদন্ত ও দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
দুর্ঘটনায় ফায়ারফাইটাররা যে আন্তরিকতার সঙ্গে লড়াই করেন, তা সত্যিই প্রশংসনীয় জানিয়ে নাছিমা বেগম বলেন, ‘কিন্তু এবার যে ঘটনাটি ঘটেছে, সেখানে হাইড্রোজেন পার অক্সাইডের মজুত ছিল, যেটা পানির সংস্পর্শে এলে আরও ব্যাপক ক্ষতি হতে পারে—বিষয়টি যদি জানানো হতো তাহলে হয়তো তারা সেরকম প্রোটেকশন নিয়ে অগ্নি নির্বাপণের যেতেন। ফায়ার সার্ভিসের কর্মীরা সে ধরনের মেকানিজম ব্যবহার করতেন। কিন্তু সেই জিনিসটি অস্পষ্ট রেখে কর্তৃপক্ষ পুরোপুরি গাফিলতির পরিচয় দিয়েছে। যারা এখানে গাফিলতি করেছে, তারাই এটার সঙ্গে জড়িত। দায়টা তাদেরই নিতে হবে।’
এ ঘটনায় যারা দায়ী, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এ ধরনের মানবিক বিপর্যয় কাম্য নয়। এমন মানবিক দুর্যোগ ভবিষ্যতে যেন আর না ঘটে, সে জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোকে এখনই সতর্ক হতে হবে। অতীতেও আমরা অনেকবার বলেছি। সেই চুড়িহাট্টা, নিমতলী, রানা প্লাজা, তারপর লঞ্চ দুর্ঘটনা, সেজান জুস কারখানা গেল। এসবের পর আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত ছিল।'
আহতদের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি জানিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘এখানে যাঁরা ভর্তি, তাঁদের সঙ্গে কথা বলেছি, চিকিৎসার ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট। তবে এত বড় দুর্ঘটনার পর আমি বলতে চাই, কেউ যেন দায়িত্ব পালনে অবহেলা না করি। অন্য কারও কাঁধে চাপানোর চেষ্টা না করি।’
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন
এ সময় সীতাকুণ্ডের ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি কোনো নাশকতা কি না, তা খতিয়ে দেখারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, ‘এটা নাশকতা কি না বা এটা কী, তা উদ্ঘাটন করা হোক, তদন্ত করা হোক। যারা এ ঘটনা এবং দায়িত্বে গাফিলতির সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।’ আমি মনে করি দেশে যত জায়গায় যত ডিপো আছে, সেগুলো পরিদর্শন করে যতটুকু সেফটি মেজর থাকা দরকার সেগুলো যেন সবাই রাখেন, কমিশনের পক্ষ থেকে সেই আহ্বান জানাচ্ছি।’
এই সম্পর্কিত সর্বশেষ:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে