Ajker Patrika

ঢাবির আইএসআরটি প্রাক্তনীদের নতুন নেতৃত্ব ঘোষণা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৩৩
ঢাবির আইএসআরটি প্রাক্তনীদের নতুন নেতৃত্ব ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেইনিং (আইএসআরটি/ফলিত পরিসংখ্যান) বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের নেতৃত্বে এসেছেন ইসরাত রায়হান ও আজাদ উদ্দিন। গতকাল (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইএসআরটি ভবনের সামনে বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ অ্যান্ড ট্রেইনিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (আইএসআরটিএএ) উদ্যোগে দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সেই অনুষ্ঠানে প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সংগটনটির ২৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিভাগের শিক্ষক ও দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক ইসরাত রায়হান। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ও বিভাগের অষ্টম ব্যাচের শিক্ষার্থী আজাদ উদ্দিন।

কমিটিতে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন পদে রয়েছেন অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান এবং ভাইস চেয়ারপারসন পদে রয়েছেন অধ্যাপক ড. পি কে মতিউর রহমান। এ ছাড়া কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন বিভাগের পরিচালক অধ্যাপক শফিকুর রহমান। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন সৈয়দ নাজমুল হাসান (দ্বিতীয় ব্যাচ) ও মো. নাহিদ উল হাসান। কমিটিতে কোষাধ্যক্ষ পদে রয়েছেন বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ ইফতেখার আলম (চতুর্থ ব্যাচ), প্রচার সম্পাদক পদে রয়েছেন রাকিব হাসান (১২তম ব্যাচ), সাংস্কৃতিক সম্পাদক পদে রয়েছেন অনিন্দ্য দেব (১৪তম ব্যাচ)।

পুনর্মিলনীর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএসআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. এম সেকান্দার হায়াত খান। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। দুপুরে আইএসআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. মো. হাসিনুর রহমান খান। সভায় ২০০৮ সাল থেকে চলতি বছর পর্যন্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে নেওয়া নানা কর্মকাণ্ড ও আয়-ব্যয় বিবরণী উপস্থাপন করা হয়। পরে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এ ছাড়া সারা দিনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল স্মৃতিচারণ, শোক প্রস্তাব, খেলাধুলা ও বিনোদনমূলক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফল ড্র। দিন শেষে সারা দিন বিভিন্ন ইভেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত