আশরাফ-উল-আলম, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মামলায় ফেঁসে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ–সম্পাদক মো. রাকিবুর রহমান ফাহিম। ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন ওই ছাত্রলীগ নেতাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন মামলা স্থানান্তরের এ নির্দেশ দেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির মামলা স্থানান্তরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় অভিযোগপত্র দাখিল করে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন—মো. তাজউদ্দিন আহমেদ রাসেল ও মো. তারেক রহমান। এর মধ্যে তারেক পলাতক। অপর দুজন জামিন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক এসএম শাহ জালাল অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছিলেন এই তিন আসামি।
আসামিরা ফেসবুকে পোস্ট এবং লাইভে এসে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে মেয়র ফজলে নূর তাপসের মানহানি করাসহ নিউমার্কেট ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উসকানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন, যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮–এর ২৫ / ২৯ / ৩১ / ৩৫ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
দেড় বছর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এটিকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফাহিম ও অপর দুইজন ফেসবুকে গুজব ছড়ান বলে অভিযোগ করা হয়েছে।
২০২২ সালের ২৮ এপ্রিল অজ্ঞাতপরিচয় ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, মো. রাকিবুর রহমান ফাহিম নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস নামে একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়। এ ছাড়া তাজউদ্দীন আহমেদ রাসেল নামের ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়।
আর ইলিয়াস হোসাইন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিও সম্প্রচার করা হয়। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসকে নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে মামলায় ফেঁসে গেলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ–সম্পাদক মো. রাকিবুর রহমান ফাহিম। ফাহিমসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় সম্প্রতি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন ওই ছাত্রলীগ নেতাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে।
মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশও দেওয়া হয়েছে। গত ২৮ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন মামলা স্থানান্তরের এ নির্দেশ দেন।
ঢাকার আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন ফকির মামলা স্থানান্তরের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের এ মামলায় অভিযোগপত্র দাখিল করে ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
অভিযোগপত্রভুক্ত অপর দুই আসামি হলেন—মো. তাজউদ্দিন আহমেদ রাসেল ও মো. তারেক রহমান। এর মধ্যে তারেক পলাতক। অপর দুজন জামিন রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক এসএম শাহ জালাল অভিযোগপত্রে উল্লেখ করেছেন, ঢাকা কলেজ ও নিউমার্কেটের দোকানকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মিথ্যা এবং ভিত্তিহীন বক্তব্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছিলেন এই তিন আসামি।
আসামিরা ফেসবুকে পোস্ট এবং লাইভে এসে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে মেয়র ফজলে নূর তাপসের মানহানি করাসহ নিউমার্কেট ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে উসকানি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেন, যা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮–এর ২৫ / ২৯ / ৩১ / ৩৫ ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
দেড় বছর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। এটিকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ফাহিম ও অপর দুইজন ফেসবুকে গুজব ছড়ান বলে অভিযোগ করা হয়েছে।
২০২২ সালের ২৮ এপ্রিল অজ্ঞাতপরিচয় ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসের ব্যক্তিগত সহকারী মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, মো. রাকিবুর রহমান ফাহিম নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ টাইমস নামে একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়। এ ছাড়া তাজউদ্দীন আহমেদ রাসেল নামের ফেসবুক আইডি থেকে আইনিউজবিডি নামের একটি পেজে প্রকাশিত ভিডিও শেয়ার করা হয়।
আর ইলিয়াস হোসাইন মিডিয়া নামের একটি পেজ থেকে ভিডিও সম্প্রচার করা হয়। এসব ফেসবুক পেজ ও আইডিতে প্রকাশিত ভিডিওতে মিথ্যা, ভিত্তিহীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ তথ্য পোস্ট করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে