নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কেন্দ্র ও বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাফল দেখে কর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দ করছিলেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশিদ মুন্না। স্বস্তি নিয়ে ঘরে ফেরার পর টেলিভিশনে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখেন তিনি ২৯৭ ভোটে পরাজিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র থেকে নির্বাচন করা ট্রাক প্রতীকের প্রার্থী মশিউর রহমান মোল্লা সজলের কাছে ৷ এমতাবস্থায় ভোটের ফলাফলে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ নিয়ে মধ্য রাতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এসেছেন নৌকার প্রার্থী ৷ তবে কমিশনের পদস্থ কেউ তাকে দেখা দেননি।
রোববার দিবাগত রাত পৌনে তিনটায় তিনি নির্বাচন কমিশন ভবনের নিচতলায় মিডিয়া সেন্টারের সামনে এসব অভিযোগ তুলে ধরেন গণমাধ্যমে।
হারুনর রশিদ বলেন, ‘আমাদের যারা এজেন্ট ছিল, তারা কেন্দ্র থেকে ফল নিয়ে এসেছে, আমরা যোগ করে দেখলাম আমরা ৬১৩ ভোটে এগিয়ে আছি। আমাদের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে, আমিও তাদের সঙ্গে ছিলাম। পরে বাসায় ফিরে টিভিতে দেখি আমি হেরে গেছি।’
দনিয়ার কাউন্সিলার মাসুম মোল্লা এবং সহকারী রিটার্নিং অফিসার বিথী ঘোষের কারসাজিতে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে হারুনর রশিদ বলেন, ‘এতে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার মশিউর রহমান মোল্লা সজলের কারসাজি আছে। আমি সঙ্গে সঙ্গে ধোলাইপারে নির্বাচন কমিশনের অফিসে গেলাম, সেখানে দুজন সহকারী প্রিসাইডিং অফিসার ছিল। তারা আমাকে সেগুনবাগিচা ঢাকা জেলা নির্বাচন কমিশনে যেতে বলল। আমি সেখানে গেলাম রিটার্নিং অফিসার আমাকে বলল আমি তো ঘোষণা দিয়ে দিছি, আপনি নির্বাচন কমিশনে যান।’
এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে হারুনর রশিদ বলেন, ‘আমরা সরকার দলীয় প্রার্থী হওয়া সত্ত্বেও কোনো সুযোগ-সুবিধা পাই নাই। প্রশাসন আমাদের কথা শোনে না। দুর্নীতিবাজ প্রশাসনের জন্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হল, এতে আমি লজ্জিত।’
এ সময় নির্বাচন কমিশনে হারুনর রশিদ সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এড. এবিএম রিয়াজুল কায়সার।
কায়সার বলেন, আমরা এখন ১৮৭টি ভোট কেন্দ্রের রেজাল্ট শিট কমিশনে জমা দিব, কাল কমিশনের বিবেচনার জন্য অপেক্ষা করব।
এই বিষয়ে নির্বাচন কমিশন, ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অভিযুক্ত কমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
কেন্দ্র ও বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাফল দেখে কর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দ করছিলেন ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশিদ মুন্না। স্বস্তি নিয়ে ঘরে ফেরার পর টেলিভিশনে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখেন তিনি ২৯৭ ভোটে পরাজিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র থেকে নির্বাচন করা ট্রাক প্রতীকের প্রার্থী মশিউর রহমান মোল্লা সজলের কাছে ৷ এমতাবস্থায় ভোটের ফলাফলে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে অভিযোগ নিয়ে মধ্য রাতে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে এসেছেন নৌকার প্রার্থী ৷ তবে কমিশনের পদস্থ কেউ তাকে দেখা দেননি।
রোববার দিবাগত রাত পৌনে তিনটায় তিনি নির্বাচন কমিশন ভবনের নিচতলায় মিডিয়া সেন্টারের সামনে এসব অভিযোগ তুলে ধরেন গণমাধ্যমে।
হারুনর রশিদ বলেন, ‘আমাদের যারা এজেন্ট ছিল, তারা কেন্দ্র থেকে ফল নিয়ে এসেছে, আমরা যোগ করে দেখলাম আমরা ৬১৩ ভোটে এগিয়ে আছি। আমাদের নেতা-কর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠে, আমিও তাদের সঙ্গে ছিলাম। পরে বাসায় ফিরে টিভিতে দেখি আমি হেরে গেছি।’
দনিয়ার কাউন্সিলার মাসুম মোল্লা এবং সহকারী রিটার্নিং অফিসার বিথী ঘোষের কারসাজিতে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে হারুনর রশিদ বলেন, ‘এতে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার মশিউর রহমান মোল্লা সজলের কারসাজি আছে। আমি সঙ্গে সঙ্গে ধোলাইপারে নির্বাচন কমিশনের অফিসে গেলাম, সেখানে দুজন সহকারী প্রিসাইডিং অফিসার ছিল। তারা আমাকে সেগুনবাগিচা ঢাকা জেলা নির্বাচন কমিশনে যেতে বলল। আমি সেখানে গেলাম রিটার্নিং অফিসার আমাকে বলল আমি তো ঘোষণা দিয়ে দিছি, আপনি নির্বাচন কমিশনে যান।’
এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এ ঘটনা ঘটানো হয়েছে উল্লেখ করে হারুনর রশিদ বলেন, ‘আমরা সরকার দলীয় প্রার্থী হওয়া সত্ত্বেও কোনো সুযোগ-সুবিধা পাই নাই। প্রশাসন আমাদের কথা শোনে না। দুর্নীতিবাজ প্রশাসনের জন্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হল, এতে আমি লজ্জিত।’
এ সময় নির্বাচন কমিশনে হারুনর রশিদ সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এড. এবিএম রিয়াজুল কায়সার।
কায়সার বলেন, আমরা এখন ১৮৭টি ভোট কেন্দ্রের রেজাল্ট শিট কমিশনে জমা দিব, কাল কমিশনের বিবেচনার জন্য অপেক্ষা করব।
এই বিষয়ে নির্বাচন কমিশন, ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা ও অভিযুক্ত কমিশনারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫