রাতুল মণ্ডল, শ্রীপুর
মোহাম্মদ জুবায়েতের বয়স পাঁচ বছর। রাতে ঘুমানোর আগে এখনো বাবার জন্য অপেক্ষায় থাকে সে। রাত গভীর হয়, তার প্রশ্ন বাড়ে, বাবা কখন আসবে? এটা তার প্রতিদিনের রুটিন। জুবায়েতের মা জুবেদা খাতুন বলেন, ‘ছেলে আজও বাবার বালিশ নিয়ে অপেক্ষায় থাকে ওর বাবা আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে। বাবা কখন আসবে?... ’
জুবায়েতের বাবা জুয়েল মিয়া (৪২) ছিলেন গার্মেন্টস শ্রমিক।
ময়মনসিংহের নান্দাইলের কাকদা গ্রামের দিনমজুর আবদুল হাইয়ের ছেলে জুয়েল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় ভাড়া বাসায় থাকতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট গুলিতে মারা যান তিনি।
সম্প্রতি জুবায়েতের মা জুবেদা খাতুনের সঙ্গে সেই সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা হয়। বলেন, ‘গত ৫ আগস্ট দুপুরের দিকে জুয়েল কল করে জানান, দেশের অবস্থা খুবই খারাপ, ঘর থেকে বের হয়ো না। আমি রাস্তায় আছি। সব মানুষ রাস্তায়।’ এরপর ৫ আগস্ট সন্ধ্যার দিকে জানতে পারেন, জুয়েল গুলিবিদ্ধ হয়েছেন।
জুবেদা খাতুন বলেন, ‘ছেলেকে এক আত্মীয়ের কাছে রেখে দৌড়ে গিয়ে দেখি স্বামী প্রায় শেষ। তবু কয়েকটি হাসপাতালে নিয়ে চেষ্টা করি। কিন্তু তাঁকে বাঁচাতে পারিনি। কয়েকটা বুলেট আমার স্বামীকে শেষ করল, আমার সংসারও শেষ করল।’
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জুয়েল। তাঁকে হারিয়ে অভাব-অনটনে দিন কাটছে জুবেদার। নিহতের ভায়রা আরিফুর ইসলাম সরকার বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন জুয়েল। আন্দোলনের সময় বুলেটকে ভয় পাননি। আজ তাঁর সংসারের হাল ধরার কেউ নেই।
কথা বলে জানা গেল, জুয়েল ও জুবেদা দম্পতির দাম্পত্যজীবন প্রায় দেড় যুগের। জুবেদা বলেন, ‘আমাদের দাম্পত্যজীবনের এক যুগ পর জুবায়েতের জন্ম। ফলে বাবার অনেক আদরের ছিল সে। ওর বাবার ইচ্ছে ছিল ছেলেকে মাদ্রাসায় পড়াবে। জুবায়েতকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। কিন্তু টাকাপয়সা ছাড়া তো সংসার চলে না।’
জুবেদা খাতুন বলেন, স্বামীর উপার্জন দিয়ে চলত অসুস্থ দিনমজুর শ্বশুর ও শাশুড়ির সংসার। অসুস্থ শরীরে শ্বশুরকে এখনো মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতে হচ্ছে। তিনি বলেন, সরকার যেটুকু সাহায্য দিয়েছে, তা দিয়ে তো সংসার চলে না।
মোহাম্মদ জুবায়েতের বয়স পাঁচ বছর। রাতে ঘুমানোর আগে এখনো বাবার জন্য অপেক্ষায় থাকে সে। রাত গভীর হয়, তার প্রশ্ন বাড়ে, বাবা কখন আসবে? এটা তার প্রতিদিনের রুটিন। জুবায়েতের মা জুবেদা খাতুন বলেন, ‘ছেলে আজও বাবার বালিশ নিয়ে অপেক্ষায় থাকে ওর বাবা আসবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় আমাকে। বাবা কখন আসবে?... ’
জুবায়েতের বাবা জুয়েল মিয়া (৪২) ছিলেন গার্মেন্টস শ্রমিক।
ময়মনসিংহের নান্দাইলের কাকদা গ্রামের দিনমজুর আবদুল হাইয়ের ছেলে জুয়েল গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনায় ভাড়া বাসায় থাকতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ৫ আগস্ট গুলিতে মারা যান তিনি।
সম্প্রতি জুবায়েতের মা জুবেদা খাতুনের সঙ্গে সেই সময়ে ঘটে যাওয়া ঘটনা নিয়ে কথা হয়। বলেন, ‘গত ৫ আগস্ট দুপুরের দিকে জুয়েল কল করে জানান, দেশের অবস্থা খুবই খারাপ, ঘর থেকে বের হয়ো না। আমি রাস্তায় আছি। সব মানুষ রাস্তায়।’ এরপর ৫ আগস্ট সন্ধ্যার দিকে জানতে পারেন, জুয়েল গুলিবিদ্ধ হয়েছেন।
জুবেদা খাতুন বলেন, ‘ছেলেকে এক আত্মীয়ের কাছে রেখে দৌড়ে গিয়ে দেখি স্বামী প্রায় শেষ। তবু কয়েকটি হাসপাতালে নিয়ে চেষ্টা করি। কিন্তু তাঁকে বাঁচাতে পারিনি। কয়েকটা বুলেট আমার স্বামীকে শেষ করল, আমার সংসারও শেষ করল।’
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন জুয়েল। তাঁকে হারিয়ে অভাব-অনটনে দিন কাটছে জুবেদার। নিহতের ভায়রা আরিফুর ইসলাম সরকার বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে নিয়মিত মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন জুয়েল। আন্দোলনের সময় বুলেটকে ভয় পাননি। আজ তাঁর সংসারের হাল ধরার কেউ নেই।
কথা বলে জানা গেল, জুয়েল ও জুবেদা দম্পতির দাম্পত্যজীবন প্রায় দেড় যুগের। জুবেদা বলেন, ‘আমাদের দাম্পত্যজীবনের এক যুগ পর জুবায়েতের জন্ম। ফলে বাবার অনেক আদরের ছিল সে। ওর বাবার ইচ্ছে ছিল ছেলেকে মাদ্রাসায় পড়াবে। জুবায়েতকে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে। কিন্তু টাকাপয়সা ছাড়া তো সংসার চলে না।’
জুবেদা খাতুন বলেন, স্বামীর উপার্জন দিয়ে চলত অসুস্থ দিনমজুর শ্বশুর ও শাশুড়ির সংসার। অসুস্থ শরীরে শ্বশুরকে এখনো মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতে হচ্ছে। তিনি বলেন, সরকার যেটুকু সাহায্য দিয়েছে, তা দিয়ে তো সংসার চলে না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২০ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২০ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২০ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২০ দিন আগে