উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর তুরাগে নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর মালিকদের সতর্ক করা হয়। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় তুরাগের ধরঙ্গেরটেক এলাকা থেকে অভিযানটি শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে।
অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের জোন-৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার। এতে তুরাগ থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে ওই এলাকার একটি সাততলা ভবন, দুটি তিনতলা ভবন, একটি দোতলা ভবন এবং একটি চারতলা ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হওয়ার পরেও অনেক ভবন তৈরি করা হয়েছে। এসব ভবন তৈরির জন্য রাজউকের কাছ থেকে অনুমোদন নিলেও তারা নিয়ম অনুযায়ী ভবন তৈরি করেনি। রাজউকের কতিপয় অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে ভবনমালিকেরা এসব তৈরি করেছেন, যার কারণে চলাচলসহ নানান সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ জনগণকে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘এই এলাকায় অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও তা না মেনে বিল্ডিং তৈরি করেছে, যার কারণে আমরা নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি।’
তিনি বলেন, ‘এই এলাকায় ইতিপূর্বে কখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি, যা আমরা এখন শুরু করেছি এবং তা পর্যায়ক্রমে চলমান থাকবে।’
ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘আমরা শুধু ব্যত্যয়কৃত ভবনমালিকদের দণ্ডিত করেছি তা নয়, একই সঙ্গে তাঁরা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করেন, সে ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।’
অভিযানকালে রাজউক ৩/২ জোনের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাউদ্দিন ও ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানীর তুরাগে নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সময় ভবনগুলোর মালিকদের সতর্ক করা হয়। আজ সোমবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় তুরাগের ধরঙ্গেরটেক এলাকা থেকে অভিযানটি শুরু হয়ে বেলা ৩টা পর্যন্ত চলে।
অভিযানটির নেতৃত্ব দেন রাজউকের জোন-৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার। এতে তুরাগ থানার পুলিশ সহযোগিতা করে। অভিযানকালে ওই এলাকার একটি সাততলা ভবন, দুটি তিনতলা ভবন, একটি দোতলা ভবন এবং একটি চারতলা ভবনের বর্ধিতাংশ উচ্ছেদ করা হয়।
এলাকাবাসী ও পথচারীদের অভিযোগ, উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অন্তর্ভুক্ত হওয়ার পরেও অনেক ভবন তৈরি করা হয়েছে। এসব ভবন তৈরির জন্য রাজউকের কাছ থেকে অনুমোদন নিলেও তারা নিয়ম অনুযায়ী ভবন তৈরি করেনি। রাজউকের কতিপয় অসাধু ব্যক্তির সঙ্গে যোগসাজশ করে ভবনমালিকেরা এসব তৈরি করেছেন, যার কারণে চলাচলসহ নানান সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ জনগণকে।
অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘এই এলাকায় অনেক ভবন হচ্ছে। তারা রাজউকের অনুমোদন নিলেও তা না মেনে বিল্ডিং তৈরি করেছে, যার কারণে আমরা নকশাবহির্ভূত কয়েকটি ভবনের বর্ধিতাংশ ভেঙে দিয়েছি।’
তিনি বলেন, ‘এই এলাকায় ইতিপূর্বে কখনো মোবাইল কোর্ট পরিচালনা করা হয়নি, যা আমরা এখন শুরু করেছি এবং তা পর্যায়ক্রমে চলমান থাকবে।’
ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, ‘আমরা শুধু ব্যত্যয়কৃত ভবনমালিকদের দণ্ডিত করেছি তা নয়, একই সঙ্গে তাঁরা যেন নিয়ম মেনে ভবন নির্মাণ করেন, সে ব্যাপারে সচেতন হওয়ার নির্দেশ প্রদান করা হচ্ছে।’
অভিযানকালে রাজউক ৩/২ জোনের অথরাইজড অফিসার শেখ মোহাম্মদ এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার আতাউর রহমান শেখ, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাউদ্দিন ও ইমারত পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে