Ajker Patrika

বিকাল ৪টার মধ্যে সারতে হবে কাঁচাবাজার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ এপ্রিল ২০২১, ১৭: ৫৬
বিকাল ৪টার মধ্যে সারতে হবে কাঁচাবাজার

করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সাত দিন বিভিন্ন শর্তে সার্বিক কার্যাবলী ও জনগণের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

আদেশে বলা হয়েছে, এ সাতদিন কাঁচাবাজার ও নিত্যপণ্যের দ্রব্যাদি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে হবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে লকডাউনের মধ্যে কাঁচাবাজার ও নিত্যপণ্যের দ্রব্যাদি কেনাবেচার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী, লকডাউনের মধ্যে খাবারের দোকান ও হোটেল রেস্তোরাঁগুলো খাদ্য বিক্রয় বা সরবরাহ করতে পারবে। তবে কোনো অবস্থাতেই হোটেল-রোস্তোরাঁয় বসে খাবার গ্রহণ করা যাবে না।

এসব নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে আদেশে বলা হয়েছে, সারাদেশে জেলা ও মাঠ প্রশাসন এ নির্দেশনা বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করবে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত