নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শরীফ উদ্দিন। তাঁর গন্তব্য মতিঝিল। অন্য সময়ে একটু প্রতিযোগিতা হলেও বাসে উঠতে পারেন, কিন্তু আজ ভিন্ন চিত্র। সড়কে কোনো পরিবহন নেই। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল একমাত্র ভরসা। বাস না থাকার সুযোগে তারাও ভাড়া চাইছেন কয়েক গুণ। শরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বাস বন্ধ, অফিসে যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। অফিস তো বুঝবে না রাস্তায় বাস নেই। সপ্তাহের প্রথম দিন অফিসে যেতেই হবে।’
শরিফ বলেন, বাধ্য হয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়েই যেতে হবে। অন্যথায় চাকরি নিয়ে সমস্যায় পড়তে হবে। কেউ আমাদেরটা দেখে না।
জ্বালানি তেলের দাম বাড়ানোয় টানা তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে। গণপরিবহন বন্ধ থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। আর এই সুযোগে রাস্তায় চলাচল করা রিকশাসহ প্রতিটি বাহন আদায় করছে অতিরিক্ত ভাড়া।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে, যা ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়।
ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই পরিবহন মালিক-শ্রমিকেরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর শুক্রবার সকাল ৬টা থেকে পূর্বঘোষণা ছাড়াই রাজধানীসহ সারা দেশে শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
ধর্মঘটের প্রথম দুই দিন সরকারি ছুটির দিন হওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। আজ গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য বৈঠক ডেকেছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ।
গতকাল শনিবার সকালে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে মালিক সমিতির কয়েকজন নেতা বৈঠকে করেন। মন্ত্রী নেতাদের কথা শোনেন এবং আশ্বাস দেন। তবে তেলের দাম ও ভাড়া সমন্বয় না করা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার না করার নীতিগত সিদ্ধান্তে অনড় থাকেন নেতারা।
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে অপেক্ষা করছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শরীফ উদ্দিন। তাঁর গন্তব্য মতিঝিল। অন্য সময়ে একটু প্রতিযোগিতা হলেও বাসে উঠতে পারেন, কিন্তু আজ ভিন্ন চিত্র। সড়কে কোনো পরিবহন নেই। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল একমাত্র ভরসা। বাস না থাকার সুযোগে তারাও ভাড়া চাইছেন কয়েক গুণ। শরিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বাস বন্ধ, অফিসে যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। অফিস তো বুঝবে না রাস্তায় বাস নেই। সপ্তাহের প্রথম দিন অফিসে যেতেই হবে।’
শরিফ বলেন, বাধ্য হয়ে কয়েক গুণ বেশি ভাড়া দিয়েই যেতে হবে। অন্যথায় চাকরি নিয়ে সমস্যায় পড়তে হবে। কেউ আমাদেরটা দেখে না।
জ্বালানি তেলের দাম বাড়ানোয় টানা তৃতীয় দিনের মতো রাজধানীসহ সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে। গণপরিবহন বন্ধ থাকায় সপ্তাহের প্রথম কর্মদিবসে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীরা। আর এই সুযোগে রাস্তায় চলাচল করা রিকশাসহ প্রতিটি বাহন আদায় করছে অতিরিক্ত ভাড়া।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতির কারণে ভারতসহ বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ডিজেল-কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। গত বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন দাম ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছে, যা ওই দিন রাত ১২টা থেকে কার্যকর হয়।
ডিজেল-কেরোসিনের দাম বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই পরিবহন মালিক-শ্রমিকেরা এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর শুক্রবার সকাল ৬টা থেকে পূর্বঘোষণা ছাড়াই রাজধানীসহ সারা দেশে শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।
ধর্মঘটের প্রথম দুই দিন সরকারি ছুটির দিন হওয়ায় এ বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সরকার। আজ গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের জন্য বৈঠক ডেকেছে নিয়ন্ত্রণকারী সংস্থা বিআরটিএ।
গতকাল শনিবার সকালে মন্ত্রীর ধানমন্ডির বাসভবনে মালিক সমিতির কয়েকজন নেতা বৈঠকে করেন। মন্ত্রী নেতাদের কথা শোনেন এবং আশ্বাস দেন। তবে তেলের দাম ও ভাড়া সমন্বয় না করা পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার না করার নীতিগত সিদ্ধান্তে অনড় থাকেন নেতারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫