নিজস্ব প্রতিবেদক
ঢাকা: পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে করোনা সংক্রমণের মধ্যেই ৬ মে গণপরিবহন চালু করেছে সরকার। মহানগর এলাকায় গণপরিবহন চালুর পাঁচ দিন হয়ে গেল। তবে কোথাও সরকারের জুড়ে দেওয়া শর্ত মানা হচ্ছে না। প্রতিটা বাস স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এসব দেখার দায়িত্ব বিআরটিএকে দিয়েছে সরকার। তবে সড়কে কোথাও দেখা যাচ্ছে না বিআরটিএর ম্যাজিস্ট্রেটদের।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরেজমিনে ঘুরে দেখা যায়, কর্মব্যস্ততা বাড়ার সাথে সাথে স্বাভাবিক গতিতে চলছে গণপরিবহন। দিনদিন কমছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। নগরীর গণপরিবহনগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, যাত্রী ও চালকদের মধ্যে মাস্ক পরতে অনীহা। কোন গাড়িতেই রাখা হচ্ছেনা স্যানিটাইজার। এক সিটে বসানো হচ্ছে দু'জন করে। সিটের অধিক দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে। তাছাড়া বাসের ট্রিপ শুরুতে গাড়ি স্যানিটাইজার করার কথা বলা হলেও, সেটি করছেন না পরিবহন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে সড়কের গণপরিবহন দেখভাল করতে বলা হলেও রাজধানী কোথাও দেখা মেলেনি বিআরটিএ'র ম্যাজিস্ট্রেটদের। আজ পাঁচ দিন হলো চলছে বাস। রজাধানীর কোথাও নেই বিআরটিএর
ম্যাজিস্ট্রেটদের চেকপোস্ট।
গণপরিবহনের বেশিরভাগ যাত্রীরা অভিযোগ করে বলেছেন, 'আমরা কোন পরিবহনে অতিরিক্ত যাত্রী হতে চাই না। বাসের হেলপার আমাদের ডেকে ডেকে গাড়িতে তোলেন। বাসে অধিক যাত্রীও তুলছে আবার ভাড়াও বেশি নিচ্ছে।
স্বাস্থ্যবিধি মানাতে বিআরটিএ কি মাঠে কাজ করছে না জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (এনফর্সমেন্ট) সরওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের যা লোকবল বা ম্যাজিস্ট্রেট আছে তা দিয়ে রাজধানীসহ পুরো দেশ কাভার করা সম্ভব নয়। বিআরটিএর প্রয়োজন আরও লোকবল। ম্যাজিস্ট্রেট জরিমানা করে তো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। সে ক্ষেত্রে চালক এবং যাত্রীদের নিজে থেকেই সচেতন হতে হবে'।
রাজধানীতে যানজট
ঈদ যতই ঘনিয়ে আসছে রাজধানীতে যানজট ততোই বাড়ছে। বেশিরভাগ সিগনালেই জ্যামে আটকে থাকতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব থাকা কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে কথা হলে ধানমন্ডি-২৭ নম্বরের ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা মো.আসাদ আজকের পত্রিকাকে বলেন, 'ঈদকে সামনে রেখে মানুষ প্রয়োজনীয় কাজ সারতে বাহিরে আসছেন। তাছাড়া ঈদের মার্কেট করতে বিভিন্ন দোকান গুলোতে যাচ্ছেন মানুষ । ফলে নগরীতে ব্যক্তিগত গাড়ি, রিক্সা ও মোটরসাইকেল সংখ্যা বাড়ছে। যার কারণে যানজট তৈরি হচ্ছে'।
চালু হয়নি দূরপাল্লার বাস
পরিবহন মালিকদের হুমকি পরেও এখনও চালু হয়নি দূরপাল্লার কোনো বাস। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে এক জেলার বাস অন্য জেলায় চলছে। অভিযোগ পাওয়া যাচ্ছে রাতের আধারে অনেক দূরপাল্লার বাস রাজধানী থেকে বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে। তবে শ্যামলী, গ্রীন লাইন, এস আর ট্রাভেলস, এনা পরিবহনসহ বড় বড় যেসব দূরপাল্লার বাস আছে সেগুলো ঢাকা থেকে যেতে দেখা যায়নি।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, 'সরকার শেষ পর্যন্ত পরিবহন মালিকদের কথা ভাবলেন না। মানুষ কিন্তু ঠিকই বাড়ি যাচ্ছে। আজ ফেরি ঘাটের কি অবস্থা। পুরো দেশে স্বাস্থ্যবিধি ভেঙে পড়েছে। দূরপাল্লার বাস চালু হলে এমনটি হতো না। আমাদের কর্মসূচি দেওয়া আছে ।ঈদের দিন শ্রমিকরা টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করবেন'।
ঢাকা: পরিবহন মালিক ও শ্রমিকদের চাপে করোনা সংক্রমণের মধ্যেই ৬ মে গণপরিবহন চালু করেছে সরকার। মহানগর এলাকায় গণপরিবহন চালুর পাঁচ দিন হয়ে গেল। তবে কোথাও সরকারের জুড়ে দেওয়া শর্ত মানা হচ্ছে না। প্রতিটা বাস স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এসব দেখার দায়িত্ব বিআরটিএকে দিয়েছে সরকার। তবে সড়কে কোথাও দেখা যাচ্ছে না বিআরটিএর ম্যাজিস্ট্রেটদের।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরেজমিনে ঘুরে দেখা যায়, কর্মব্যস্ততা বাড়ার সাথে সাথে স্বাভাবিক গতিতে চলছে গণপরিবহন। দিনদিন কমছে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা। নগরীর গণপরিবহনগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায়, যাত্রী ও চালকদের মধ্যে মাস্ক পরতে অনীহা। কোন গাড়িতেই রাখা হচ্ছেনা স্যানিটাইজার। এক সিটে বসানো হচ্ছে দু'জন করে। সিটের অধিক দাঁড়িয়েও যাত্রী নেওয়া হচ্ছে। তাছাড়া বাসের ট্রিপ শুরুতে গাড়ি স্যানিটাইজার করার কথা বলা হলেও, সেটি করছেন না পরিবহন মালিকরা।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএকে সড়কের গণপরিবহন দেখভাল করতে বলা হলেও রাজধানী কোথাও দেখা মেলেনি বিআরটিএ'র ম্যাজিস্ট্রেটদের। আজ পাঁচ দিন হলো চলছে বাস। রজাধানীর কোথাও নেই বিআরটিএর
ম্যাজিস্ট্রেটদের চেকপোস্ট।
গণপরিবহনের বেশিরভাগ যাত্রীরা অভিযোগ করে বলেছেন, 'আমরা কোন পরিবহনে অতিরিক্ত যাত্রী হতে চাই না। বাসের হেলপার আমাদের ডেকে ডেকে গাড়িতে তোলেন। বাসে অধিক যাত্রীও তুলছে আবার ভাড়াও বেশি নিচ্ছে।
স্বাস্থ্যবিধি মানাতে বিআরটিএ কি মাঠে কাজ করছে না জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর পরিচালক (এনফর্সমেন্ট) সরওয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, 'আমাদের যা লোকবল বা ম্যাজিস্ট্রেট আছে তা দিয়ে রাজধানীসহ পুরো দেশ কাভার করা সম্ভব নয়। বিআরটিএর প্রয়োজন আরও লোকবল। ম্যাজিস্ট্রেট জরিমানা করে তো গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানানো সম্ভব নয়। সে ক্ষেত্রে চালক এবং যাত্রীদের নিজে থেকেই সচেতন হতে হবে'।
রাজধানীতে যানজট
ঈদ যতই ঘনিয়ে আসছে রাজধানীতে যানজট ততোই বাড়ছে। বেশিরভাগ সিগনালেই জ্যামে আটকে থাকতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব থাকা কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে।
এ বিষয়ে কথা হলে ধানমন্ডি-২৭ নম্বরের ট্রাফিক পুলিশের দায়িত্বে থাকা মো.আসাদ আজকের পত্রিকাকে বলেন, 'ঈদকে সামনে রেখে মানুষ প্রয়োজনীয় কাজ সারতে বাহিরে আসছেন। তাছাড়া ঈদের মার্কেট করতে বিভিন্ন দোকান গুলোতে যাচ্ছেন মানুষ । ফলে নগরীতে ব্যক্তিগত গাড়ি, রিক্সা ও মোটরসাইকেল সংখ্যা বাড়ছে। যার কারণে যানজট তৈরি হচ্ছে'।
চালু হয়নি দূরপাল্লার বাস
পরিবহন মালিকদের হুমকি পরেও এখনও চালু হয়নি দূরপাল্লার কোনো বাস। তবে সরকারি নির্দেশনা উপেক্ষা করে এক জেলার বাস অন্য জেলায় চলছে। অভিযোগ পাওয়া যাচ্ছে রাতের আধারে অনেক দূরপাল্লার বাস রাজধানী থেকে বিভিন্ন জেলায় ছেড়ে যাচ্ছে। তবে শ্যামলী, গ্রীন লাইন, এস আর ট্রাভেলস, এনা পরিবহনসহ বড় বড় যেসব দূরপাল্লার বাস আছে সেগুলো ঢাকা থেকে যেতে দেখা যায়নি।
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং শ্যামলী পরিবহনের মালিক রমেশ চন্দ্র ঘোষ আজকের পত্রিকাকে বলেন, 'সরকার শেষ পর্যন্ত পরিবহন মালিকদের কথা ভাবলেন না। মানুষ কিন্তু ঠিকই বাড়ি যাচ্ছে। আজ ফেরি ঘাটের কি অবস্থা। পুরো দেশে স্বাস্থ্যবিধি ভেঙে পড়েছে। দূরপাল্লার বাস চালু হলে এমনটি হতো না। আমাদের কর্মসূচি দেওয়া আছে ।ঈদের দিন শ্রমিকরা টার্মিনালে অবস্থান কর্মসূচি পালন করবেন'।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে