সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মা দৌড়ে সরে যেতে পারলেও তাঁর চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন। শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সাইদুল ইসলাম ঢাকায় রিকশাচালক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা দুপুরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। দরজার সামনে ফাঁকা জায়গা থাকায় চুলার আগুন রুমের বাইরে ছড়ায়নি। এ সময় সাদিয়া কক্ষের ভেতর খাটের ওপর খেলছিল। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের তীব্রতায় ঘরে কেউ ঢুকতে না পারায় সাদিয়া ভেতরেই অগ্নিদগ্ধ হয়।
ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে গিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। রুম বদ্ধ ছিল। সাদিয়ার মা বাইরে সরে যেতে পারলেও বাচ্চাটি মারা যায়।’
সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে, সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
সাভারের তেঁতুলঝোড়া এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মা দৌড়ে সরে যেতে পারলেও তাঁর চোখের সামনেই আগুনে পুড়ে মৃত্যু হয়েছে সাত বছরের শিশু সাদিয়ার।
আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে সাভারের হেমায়েতপুর যাদুরচর ভূঁইয়া বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা বলে জানিয়েছেন সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন। শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে নিহত সাদিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানার সাইদুল ইসলামের মেয়ে। সাইদুল ইসলাম ঢাকায় রিকশাচালক।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির মা দুপুরে রান্নার জন্য চুলায় আগুন জ্বালাতে গেলে পুরো ঘরে আগুন ধরে যায়। দরজার সামনে ফাঁকা জায়গা থাকায় চুলার আগুন রুমের বাইরে ছড়ায়নি। এ সময় সাদিয়া কক্ষের ভেতর খাটের ওপর খেলছিল। সাদিয়ার মায়ের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনের তীব্রতায় ঘরে কেউ ঢুকতে না পারায় সাদিয়া ভেতরেই অগ্নিদগ্ধ হয়।
ট্যানারি ফায়ার সার্ভিসের লিডার মো. মনোয়ার হোসেন বলেন, ‘আমরা পৌঁছানোর আগেই আগুন নিভে গিয়েছিল। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়নি। সিলিন্ডারের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে রুমের ভেতর ঢুকে পড়ে। রুম বদ্ধ ছিল। সাদিয়ার মা বাইরে সরে যেতে পারলেও বাচ্চাটি মারা যায়।’
সাভার মডেল থানাধীন ট্যানারি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবার গ্রহণ করতে চেয়েছে, সেভাবে একটি আবেদনও তারা দেবে বলে জানিয়েছে। তাঁদের আবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫