নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি জুলাই মাসেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে (টেস্ট রান) মেট্রোরেল চালানো হবে। এটি সফল হলে করা হবে ট্রায়াল রান। এরপরই পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করতে পারবে আগামী অক্টোবরে।
আজ শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নাজমুল ইসলাম বলেন, ‘এটা নিশ্চিত যে এই মাসেই টেস্ট রান শুরু হবে। এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বলা হবে।’
ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রস্তুতির বিষয় আছে। আগে থেকেই বলা হয়েছে জুলাইয়ে টেস্ট রান সম্পন্ন হবে। প্রস্তুতি শেষ হলেই আমরা জানাব।’
এদিকে এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত মেট্রোরেল যাত্রা শুরু করে। এটি মেট্রোরেলের প্রথম অংশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের দ্বিতীয় অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করে কাজ এগিয়ে যাচ্ছে।
মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল। সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও।
আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজর, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন—ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।
গত ১৮ মে সংবাদ সম্মেলনে ঢাকা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একবারে চালু করা সম্ভব না হলে ধীরে ধীরে স্টেশনগুলো চালু করা হবে।
উদ্বোধনের সময় মেট্রোরেল চলত দৈনিক ৪ ঘণ্টা, এরপর বাড়িয়ে করা হয় ৬ ঘণ্টা। আর বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।
চলতি জুলাই মাসেই আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলকভাবে (টেস্ট রান) মেট্রোরেল চালানো হবে। এটি সফল হলে করা হবে ট্রায়াল রান। এরপরই পুরোদমে যাত্রী চলাচল করতে শুরু করতে পারবে আগামী অক্টোবরে।
আজ শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
নাজমুল ইসলাম বলেন, ‘এটা নিশ্চিত যে এই মাসেই টেস্ট রান শুরু হবে। এখন পর্যন্ত কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। খুব শিগগিরই এই বিষয়ে সংবাদ সম্মেলন করে বলা হবে।’
ডিএমটিসিএলের এই কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রস্তুতির বিষয় আছে। আগে থেকেই বলা হয়েছে জুলাইয়ে টেস্ট রান সম্পন্ন হবে। প্রস্তুতি শেষ হলেই আমরা জানাব।’
এদিকে এরই মধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও অংশ পর্যন্ত মেট্রোরেল যাত্রা শুরু করে। এটি মেট্রোরেলের প্রথম অংশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেলের দ্বিতীয় অংশ। আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তৃতীয় অংশ ২০২৫ সালে চালুর লক্ষ্য নির্ধারণ করে কাজ এগিয়ে যাচ্ছে।
মেট্রোরেল সূত্র জানিয়েছে, এমআরটি-৬ লাইনের উত্তরা থেকে আগারগাঁও ৯টি স্টেশনে ধাপে ধাপে খুলে দেওয়া হয়েছিল। সেই পদ্ধতি অনুসরণ করা হবে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ক্ষেত্রেও।
আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের স্টেশন সাতটি। এগুলো হলো বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজর, শাহবাগ, টিএসসি, সচিবালয় ও মতিঝিল।
এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু হতে পারে তিনটি স্টেশন—ফার্মগেট, শাহবাগ ও মতিঝিল। এসব স্টেশনের গড়ে ৯৭ ভাগ কাজ শেষ।
গত ১৮ মে সংবাদ সম্মেলনে ঢাকা ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, মেট্রোরেলের দ্বিতীয় অংশে সব স্টেশন একবারে চালু করা সম্ভব না হলে ধীরে ধীরে স্টেশনগুলো চালু করা হবে।
উদ্বোধনের সময় মেট্রোরেল চলত দৈনিক ৪ ঘণ্টা, এরপর বাড়িয়ে করা হয় ৬ ঘণ্টা। আর বর্তমানে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচল করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে