নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। তাই কার্যালয়টিকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে। পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে বিএনপির কার্যালয়ে এবং আশেপাশের রাস্তায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুল মোড়ে সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার।
বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকা পুলিশ ঘিরে রেখেছে—এ অবস্থা কত সময় থাকবে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এটা একটা ক্রাইম সিন। কালকে (৭ ডিসেম্বর) আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে অনেক বোমা, ককটেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তিতে আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হই। অভিযানে প্রচুর ককটেল ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম উদ্ধার করি। এটি হচ্ছে ঘটনাস্থল, যেটাকে পুলিশের ভাষায় প্লেস অব অকারেন্স বলে থাকি। এই ক্রাইম সিনে সিআইডির টিম, ডগ স্কোয়াড এসে কাজ করবে। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না।’
নির্দিষ্ট দিনের (১০ ডিসেম্বর) আগে শেষ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে এখান থেকে বোম্ব নিক্ষেপ করা হয়েছে, আমাদের সদস্যদের আহত করা হয়েছে। সাধারণ জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ এখানে আহত হয়েছে, সাধারণ মানুষ এখানে নিহত হয়েছে। আমাদের তদন্ত চলমান, কতদিনে শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো মামলা প্রক্রিয়াধীন আছে। পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় মামলা হচ্ছে।’
মামলায় কারা আসামী হচ্ছে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘যাদের আমরা আটক করেছি, তাদের সবার বিরুদ্ধে মামলা হবে। আমাদের কাছে আরও তথ্য থাকলে আমরা তাদের বিরুদ্ধেও মামলা করব।’
পুলিশ ব্যাগে করে কার্যালয়ে ককটেল নিয়ে এসেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিপ্লব সরকার বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সুইপিং কমেন্টস করলে তা ঠিক হবে না। পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকে বেআইনি কোনো কাজ করা হয় না। তিনি এ ধরণের কথা বলে থাকলে তা তাঁর ব্যক্তিগত মতামত। আমরা ভেতর থেকে উদ্ধার করেছি। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যে উদ্ধার করেছে তা আপনারাও দেখেছেন। বোম্বগুলো এখানে ডিসপোজাল করা হয়েছে। এগুলো যারা বলে তারা মিথ্যাচার করে, মিথ্যাচার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’
নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়া হয়েছিল। তাই কার্যালয়টিকে ক্রাইম সিন হিসেবে ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ও বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে। পুলিশি তদন্ত শেষ হওয়ার আগে বিএনপির কার্যালয়ে এবং আশেপাশের রাস্তায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে ডিএমপি যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার।
আজ বৃহস্পতিবার দুপুরে ফকিরাপুল মোড়ে সাংবাদিকদের ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার।
বিএনপি কার্যালয় ও সংলগ্ন এলাকা পুলিশ ঘিরে রেখেছে—এ অবস্থা কত সময় থাকবে জানতে চাইলে বিপ্লব কুমার বলেন, ‘এটা একটা ক্রাইম সিন। কালকে (৭ ডিসেম্বর) আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে অনেক বোমা, ককটেল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তিতে আমরা অভিযান পরিচালনা করতে বাধ্য হই। অভিযানে প্রচুর ককটেল ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম উদ্ধার করি। এটি হচ্ছে ঘটনাস্থল, যেটাকে পুলিশের ভাষায় প্লেস অব অকারেন্স বলে থাকি। এই ক্রাইম সিনে সিআইডির টিম, ডগ স্কোয়াড এসে কাজ করবে। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ প্রবেশ করতে পারবে না।’
নির্দিষ্ট দিনের (১০ ডিসেম্বর) আগে শেষ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কথা হচ্ছে এখান থেকে বোম্ব নিক্ষেপ করা হয়েছে, আমাদের সদস্যদের আহত করা হয়েছে। সাধারণ জনগণকে আতঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষ এখানে আহত হয়েছে, সাধারণ মানুষ এখানে নিহত হয়েছে। আমাদের তদন্ত চলমান, কতদিনে শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলা সম্ভব না।’
মামলার বিষয়ে তিনি বলেন, ‘অনেকগুলো মামলা প্রক্রিয়াধীন আছে। পল্টন, মতিঝিলসহ কয়েকটি থানায় মামলা হচ্ছে।’
মামলায় কারা আসামী হচ্ছে জানতে চাইলে যুগ্ম কমিশনার বলেন, ‘যাদের আমরা আটক করেছি, তাদের সবার বিরুদ্ধে মামলা হবে। আমাদের কাছে আরও তথ্য থাকলে আমরা তাদের বিরুদ্ধেও মামলা করব।’
পুলিশ ব্যাগে করে কার্যালয়ে ককটেল নিয়ে এসেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির বক্তব্য দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিপ্লব সরকার বলেন, ‘দায়িত্বশীল ব্যক্তিরা সুইপিং কমেন্টস করলে তা ঠিক হবে না। পুলিশ একটি রাষ্ট্রীয় বাহিনী। পুলিশের পক্ষ থেকে বেআইনি কোনো কাজ করা হয় না। তিনি এ ধরণের কথা বলে থাকলে তা তাঁর ব্যক্তিগত মতামত। আমরা ভেতর থেকে উদ্ধার করেছি। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যে উদ্ধার করেছে তা আপনারাও দেখেছেন। বোম্বগুলো এখানে ডিসপোজাল করা হয়েছে। এগুলো যারা বলে তারা মিথ্যাচার করে, মিথ্যাচার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে