নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা বাড়তির দিকে। আর এক মাসের ব্যবধানে রোগী শনাক্তের হার আশঙ্কাজনক। আর এসব রোগীদের মধ্যে শতকরা ৯৮ ভাগই রাজধানীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে ১৫ জনই রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৪৩ জন। আজ রোববার পর্যন্ত চলতি মাসে রোগী ভর্তি হয়েছে ২২৫ জন। দেশের সরকারি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৭ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত রোগী ভর্তি হন ৩২৫ জন এবং সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একজন কর্মকর্তা জানান, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগে থেকেই তারা সোচ্চার ছিলেন। কিন্তু দেশে করোনাভাইরাসের রোগীর সংক্রমণ বেড়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডেঙ্গুর দিকে নজর দিচ্ছিল না। কিন্তু এখন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা গতি ফিরেছে। অর্থাৎ তারা লড়ে চড়ে বসছেন।
ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু মশার লার্ভা প্রতিরোধে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেছেন ঢাকা সিটি করপোরেশন। তাদের ভাষ্যমতে, নাগরিকদের মধ্যে সচেতনতাই ডেঙ্গু নির্মূল করা সম্ভব। বৃষ্টির মৌসুমে বাড়িতে, অফিসে, কিংবা খোলা মাঠে স্বচ্ছ কোনো বস্তুতে পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতনতা জরুরি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, করোনার কারণে রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি জমে এডিস মশার জন্ম নিতে পারে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে। এ ছাড়া রাজধানীর সিভিল সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি মশক নিধনে অভিযানও চালানো হচ্ছে।
ঢাকা: রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহ ধরে রোগীর সংখ্যা বাড়তির দিকে। আর এক মাসের ব্যবধানে রোগী শনাক্তের হার আশঙ্কাজনক। আর এসব রোগীদের মধ্যে শতকরা ৯৮ ভাগই রাজধানীর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে ১৮ জন। এদের মধ্যে ১৫ জনই রাজধানী ঢাকার।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৪৩ জন। আজ রোববার পর্যন্ত চলতি মাসে রোগী ভর্তি হয়েছে ২২৫ জন। দেশের সরকারি বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৭ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন ৭৪ জন। এ পর্যন্ত রোগী ভর্তি হন ৩২৫ জন এবং সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার একজন কর্মকর্তা জানান, ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগে থেকেই তারা সোচ্চার ছিলেন। কিন্তু দেশে করোনাভাইরাসের রোগীর সংক্রমণ বেড়ে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডেঙ্গুর দিকে নজর দিচ্ছিল না। কিন্তু এখন রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে কিছুটা গতি ফিরেছে। অর্থাৎ তারা লড়ে চড়ে বসছেন।
ঢাকা সিটি করপোরেশনের কর্মকর্তারা বলছেন, ডেঙ্গু মশার লার্ভা প্রতিরোধে প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। তবে শুধু অভিযান চালিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব নয় বলে মনে করেছেন ঢাকা সিটি করপোরেশন। তাদের ভাষ্যমতে, নাগরিকদের মধ্যে সচেতনতাই ডেঙ্গু নির্মূল করা সম্ভব। বৃষ্টির মৌসুমে বাড়িতে, অফিসে, কিংবা খোলা মাঠে স্বচ্ছ কোনো বস্তুতে পানি জমে না থাকে, সে বিষয়ে নাগরিকদের সচেতনতা জরুরি।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. জোবায়দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, করোনার কারণে রাজধানীসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি জমে এডিস মশার জন্ম নিতে পারে। এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের নিয়ে একাধিক বৈঠক করা হয়েছে। এ ছাড়া রাজধানীর সিভিল সোসাইটিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করা হয়েছে। পাশাপাশি মশক নিধনে অভিযানও চালানো হচ্ছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে