নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপজেলা নির্বাহী অফিসারদের আইন অমান্যের কারণে জনগণের ভোটে নির্বাচিত হয়েও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কর্ম, মর্যাদা ও ব্যক্তিত্বহীন হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা আজ কর্ম, মর্যাদা ও ব্যক্তিত্বহীন হয়ে পড়েছি, শুধু একটি ক্যাডারের কর্মচারীদের আইন প্রতিপালন না করার কারণে। এমনকি মহামান্য হাইকোর্ট ১০ কর্মদিবসের মধ্যে রুলনিশির জবাব দানের নির্দেশনার কোনো জবাব দেওয়া হয়নি, যা আদালতের প্রতি অবজ্ঞা।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ধুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, ‘উপজেলা পরিষদ আইন অনুযায়ী জনপ্রতিনিধিদের নেতৃত্বে শাসন প্রতিষ্ঠায় আমরা ২০০৯ সাল থেকে চেষ্টা করে যাচ্ছি। যা আজও আলোর মুখ দেখেনি। সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ। প্রতিটি স্তরে এ নির্দেশনা প্রতিষ্ঠিত হয় নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। প্রজাতন্ত্রের প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা আইনের চর্চা না করে, নির্বাচিত উপজেলা পরিষদকে অকার্যকর করে রেখেছেন, যা আইনকেই অমান্যই নয়, বিভিন্ন স্তরে কর্মরত ২৬টি ক্যাডারের কর্মচারীদের প্রতিও অবহেলা করার শামিল। এটি মূলত জনগণকে অবহেলা করার শামিল।’
হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি লড়াইয়ে মহামান্য আদালতের সিদ্ধান্ত সব সময় মেনে চলতে বদ্ধপরিকর। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংবিধান ও আইনকে কার্যকর করতে সরকার ও প্রজাতন্ত্রের মালিক জনগণকে তাদের নির্বাচিত প্রশাসনিক স্তরের অচল অবস্থা জনগণকে সঙ্গে নিয়ে নিরসন করা। প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা এখন আর আইন অনুসরণ করছেন না।’
হারুন-অর-রশিদ বলেন, ‘অতীতে অনেক নির্দেশনা বিগত ১২ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হলেও আজ অবধি কার্যকর হয়নি। যার মূল অন্তরায় বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পরিষদ আইনকে বিবেচনা না করে পৃথক পৃথক পরিপত্র জারি করে উপজেলা নির্বাহী অফিসারকে ১৭টি বিভাগসহ ১৪০টি কমিটির সভাপতি করে তাদের অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে, তাই কার্যকর নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করার জন্য পুনরায় অনুরোধ করছি।’
সভাপতি বলেন, বৈশ্বিক করোনার মধ্যে স্থানীয় সরকারের ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ০.৩% সদস্য অনিয়মের সঙ্গে জড়িত হওয়ায় তাদের অপসারণ করা হয়েছে। অথচ সরকারি কর্মচারীদের এরূপ অবিরাম আইন অমান্যের বিরুদ্ধে কথা বললে কথায় কথায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের বিচার বিভাগীয় চার্জ গঠনের আগেই নির্বাহী আদেশ দ্বারা অপসারণ করা হয়। যা সম্পূর্ণ সংবিধানবিরোধী।
উপজেলা নির্বাহী অফিসারদের আইন অমান্যের কারণে জনগণের ভোটে নির্বাচিত হয়েও উপজেলা পরিষদের চেয়ারম্যানরা কর্ম, মর্যাদা ও ব্যক্তিত্বহীন হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। আজ রোববার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা আজ কর্ম, মর্যাদা ও ব্যক্তিত্বহীন হয়ে পড়েছি, শুধু একটি ক্যাডারের কর্মচারীদের আইন প্রতিপালন না করার কারণে। এমনকি মহামান্য হাইকোর্ট ১০ কর্মদিবসের মধ্যে রুলনিশির জবাব দানের নির্দেশনার কোনো জবাব দেওয়া হয়নি, যা আদালতের প্রতি অবজ্ঞা।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি ও ধুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, ‘উপজেলা পরিষদ আইন অনুযায়ী জনপ্রতিনিধিদের নেতৃত্বে শাসন প্রতিষ্ঠায় আমরা ২০০৯ সাল থেকে চেষ্টা করে যাচ্ছি। যা আজও আলোর মুখ দেখেনি। সাংবিধানিক নির্দেশনা অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক জনগণ। প্রতিটি স্তরে এ নির্দেশনা প্রতিষ্ঠিত হয় নির্বাচিত জনপ্রতিনিধির মাধ্যমে। প্রজাতন্ত্রের প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা আইনের চর্চা না করে, নির্বাচিত উপজেলা পরিষদকে অকার্যকর করে রেখেছেন, যা আইনকেই অমান্যই নয়, বিভিন্ন স্তরে কর্মরত ২৬টি ক্যাডারের কর্মচারীদের প্রতিও অবহেলা করার শামিল। এটি মূলত জনগণকে অবহেলা করার শামিল।’
হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনি লড়াইয়ে মহামান্য আদালতের সিদ্ধান্ত সব সময় মেনে চলতে বদ্ধপরিকর। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন সংবিধান ও আইনকে কার্যকর করতে সরকার ও প্রজাতন্ত্রের মালিক জনগণকে তাদের নির্বাচিত প্রশাসনিক স্তরের অচল অবস্থা জনগণকে সঙ্গে নিয়ে নিরসন করা। প্রশাসনিক ক্যাডারের কর্মচারীরা এখন আর আইন অনুসরণ করছেন না।’
হারুন-অর-রশিদ বলেন, ‘অতীতে অনেক নির্দেশনা বিগত ১২ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেওয়া হলেও আজ অবধি কার্যকর হয়নি। যার মূল অন্তরায় বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক উপজেলা পরিষদ আইনকে বিবেচনা না করে পৃথক পৃথক পরিপত্র জারি করে উপজেলা নির্বাহী অফিসারকে ১৭টি বিভাগসহ ১৪০টি কমিটির সভাপতি করে তাদের অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে, তাই কার্যকর নির্দেশনা মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করার জন্য পুনরায় অনুরোধ করছি।’
সভাপতি বলেন, বৈশ্বিক করোনার মধ্যে স্থানীয় সরকারের ৬৫ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ০.৩% সদস্য অনিয়মের সঙ্গে জড়িত হওয়ায় তাদের অপসারণ করা হয়েছে। অথচ সরকারি কর্মচারীদের এরূপ অবিরাম আইন অমান্যের বিরুদ্ধে কথা বললে কথায় কথায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যানদের বিচার বিভাগীয় চার্জ গঠনের আগেই নির্বাহী আদেশ দ্বারা অপসারণ করা হয়। যা সম্পূর্ণ সংবিধানবিরোধী।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫