নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একাত্তর সালে পরাজয়ের প্রতিশোধ নিতেই পাকিস্তান ধীরে ধীরে উগ্রবাদের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ রুখে দাঁড়াও’ প্রতিপাদ্য সামনে রেখে ২৬ নভেম্বর ২০০৮ সালে মুম্বাইয়ে হামলাসহ অন্যান্য হামলার প্রতিবাদে এ আলোচনাসভার আয়োজন করে সনাক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘এটা ভাবার কোনো অবকাশ নেই যে এটা ভারতে ঘটেছে তাতে আমাদের কী? কারণ বাংলাদেশে বিগত কয়েকটি ঘটনা প্রমাণ করে দেয় যে দেশে উগ্রবাদ, সন্ত্রাসবাদ আছে, যার মদদ দিচ্ছে পাকিস্তান। এই উপমহাদেশের অর্থনৈতিক জোটের ক্ষমতা অনেক বেশি। কিন্তু পাকিস্তানের এই উগ্রবাদের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ২৬ নভেম্বরের ঘটনায় সরাসরি যুক্ত ছিল। এটি প্রমাণিত যে এই বোমা হামলার ঘটনা আইএসআইয়ের কন্ট্রোল রুম থেকেই পরিচালনা করা হয়।’
মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘পাকিস্তানের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, আপনাদের এই মোল্লাতন্ত্র, সামরিকতন্ত্র আপনারা প্রত্যাখ্যান করুন। বাংলাদেশে গণহত্যার পেছনে দায়ীদের বিচার করুন, আমাদের সম্পদের ক্ষতিপূরণ দিন। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নাই।’
আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি আমরা, এখনো পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চায়নি। অথচ তাদের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এজন্য গণমাধ্যমগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের একটি সুবাতাসের আভাস পেয়েছিলাম। তারা তো আমাদের কাছে ক্ষমা চায়নি, আমরা কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে যাব?’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের আহ্বায়ক অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। তিনি বলেন, ‘এই উপমহাদেশে সব সূচকে আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি। পাকিস্তান থেকে বাংলাদেশ ৪৬ শতাংশ এগিয়ে রয়েছি। আমরা যদি সাংগঠনিকভাবে সারা দেশে কাজ করি, তাহলে এই জঙ্গিবাদকে রুখে দাঁড়াতে পারব।’
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরামের প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ, সনাকের সদস্যসচিব মতিলাল রায়, মুক্তিযোদ্ধা অধ্যাপক ফজলে আলীসহ সনাকের অন্য সদস্যরা।
একাত্তর সালে পরাজয়ের প্রতিশোধ নিতেই পাকিস্তান ধীরে ধীরে উগ্রবাদের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী শিকদার। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন তিনি।
‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ রুখে দাঁড়াও’ প্রতিপাদ্য সামনে রেখে ২৬ নভেম্বর ২০০৮ সালে মুম্বাইয়ে হামলাসহ অন্যান্য হামলার প্রতিবাদে এ আলোচনাসভার আয়োজন করে সনাক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘এটা ভাবার কোনো অবকাশ নেই যে এটা ভারতে ঘটেছে তাতে আমাদের কী? কারণ বাংলাদেশে বিগত কয়েকটি ঘটনা প্রমাণ করে দেয় যে দেশে উগ্রবাদ, সন্ত্রাসবাদ আছে, যার মদদ দিচ্ছে পাকিস্তান। এই উপমহাদেশের অর্থনৈতিক জোটের ক্ষমতা অনেক বেশি। কিন্তু পাকিস্তানের এই উগ্রবাদের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ২৬ নভেম্বরের ঘটনায় সরাসরি যুক্ত ছিল। এটি প্রমাণিত যে এই বোমা হামলার ঘটনা আইএসআইয়ের কন্ট্রোল রুম থেকেই পরিচালনা করা হয়।’
মোহাম্মদ আলী শিকদার বলেন, ‘পাকিস্তানের জনগণের প্রতি আমরা আহ্বান জানাই, আপনাদের এই মোল্লাতন্ত্র, সামরিকতন্ত্র আপনারা প্রত্যাখ্যান করুন। বাংলাদেশে গণহত্যার পেছনে দায়ীদের বিচার করুন, আমাদের সম্পদের ক্ষতিপূরণ দিন। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখার দরকার নাই।’
আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি আমরা, এখনো পাকিস্তান আমাদের কাছে ক্ষমা চায়নি। অথচ তাদের প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এজন্য গণমাধ্যমগুলোতে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্কের একটি সুবাতাসের আভাস পেয়েছিলাম। তারা তো আমাদের কাছে ক্ষমা চায়নি, আমরা কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে যাব?’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাকের আহ্বায়ক অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক। তিনি বলেন, ‘এই উপমহাদেশে সব সূচকে আমরা পাকিস্তানকে হারিয়ে দিয়েছি। পাকিস্তান থেকে বাংলাদেশ ৪৬ শতাংশ এগিয়ে রয়েছি। আমরা যদি সাংগঠনিকভাবে সারা দেশে কাজ করি, তাহলে এই জঙ্গিবাদকে রুখে দাঁড়াতে পারব।’
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল অ্যাকটিভিস্ট ফোরামের প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ, সনাকের সদস্যসচিব মতিলাল রায়, মুক্তিযোদ্ধা অধ্যাপক ফজলে আলীসহ সনাকের অন্য সদস্যরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে