সাইফুল মাসুম, ঢাকা
রাজধানীর রামপুরা বাজার। বুধবার সকাল ১০ টা। বাজারের সামনে কয়েকজন নারী–পুরুষ দাঁড়িয়ে আছেন। বয়স্কদের সংখ্যাই বেশি। কারণ জানতে চাইলে পূর্ব রামপুরার গৃহিণী পারুল বেগম বললেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে মাংস, ডিম কিনতে এসেছেন। ১০টায় ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান থেকে পণ্য বিক্রির কথা। কিন্তু ভ্যানেরই দেখা নেই।
সেই ভ্যান আসে সাড়ে ১০টায়। ততক্ষণে লাইন দীর্ঘ হয়েছে। রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ইদ্রিস হোসাইন বলেন, ‘মঙ্গলবারও গাড়ি অনেক দেরিতে এসেছে। এক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মুরগি-ডিম পাইনি।’
শুধু রামপুরা নয়, দেরিতে ভ্যান গেছে কাকরাইল, সেগুনবাগিচা ও খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বরেও। একই সঙ্গে ক্রেতাদের অভিযোগ, ভ্রাম্যমাণ ভ্যানে পণ্য কম থাকায় অনেকেই পান না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম বিক্রির বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ মার্চ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় রাজধানীর ৩০টি স্থানে দুধ, ডিম, মাংস এবং মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় আটটি স্থানে মাছ বিক্রি করা হচ্ছে।
কাকরাইলে সোনালী ব্যাংকের উল্টো পাশে প্রাণিসম্পদের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে টাকা নিয়ে ক্রেতাদের টোকেন দিচ্ছিলেন দায়িত্বশীল মোহাম্মদ শাওন। তিনি বলেন, গাড়ির চাকা পাংচার হওয়ায় আধা ঘণ্টা দেরি হয়েছে। সেখানে ভিড় কম থাকায় ক্রেতাদের পণ্য সরবরাহে সমস্যা হয়নি।
সেগুনবাগিচা বাজারের সামনে মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ মাছ বিক্রির ভ্যান দেরিতে পৌঁছে। ১০টা ৪০ মিনিটে ভ্যানটি আসে এবং এক ঘণ্টার মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়। ওই ভ্যানে প্রতি কেজি রুই ২৪০, পাঙাশ ১৩০, তেলাপিয়া ১৩০, পাবদা ৩৩০ টাকায় বিক্রি হয়। পৌনে ১২টার দিকে আসমা বেগম এসে মাছ পাননি। মাছ বিক্রির সঙ্গে যুক্ত নাজমুল বলেন, গাড়িতে তেল নিয়ে আসতে ৪০ মিনিট দেরি হয়েছে। আরেক কর্মী জানান, আগের দিনও যান্ত্রিক ত্রুটির কারণে মুগদায় তিন ঘণ্টা পর ভ্যান গেছে। এতে মাছ বিক্রি না করেই ফিরতে হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বরে গিয়ে জানা যায়, কম মাছ থাকায় এক ঘণ্টার মধ্যে বিক্রি করে ভ্যান চলে গেছে।
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সমস্যার কারণে দুই-একটি স্থানে দেরি হতে পারে। আগামী দিনগুলোতে যেন সময়মতো ভ্যান যায়, সেই পদক্ষেপ নেব।’
দুপুর সাড়ে ১২টার দিকে খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বরে প্রাণিসম্পদের ভ্যানের সামনে ছিল ক্রেতাদের ভিড়। সেখানে ফার্মগেটের বাসিন্দা শাহানাজ বেগম জানান, দুধ, ডিম, মাংসের গাড়ি এসেছে ১১টায়। আধা ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে এক ডজন ডিম ও এক কেজি মুরগি কিনেছেন। খামারবাড়িতে দায়িত্বে থাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বেশি পরিমাণ পণ্য আনতে গিয়ে সাড়ে ১০টার দিকে গাড়ি পৌঁছেছে।
জানা গেছে, গাড়ি নষ্ট থাকায় মিরপুরের একটি স্থানে পণ্য পৌঁছেনি।
এসব বিষয়ে জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হককে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। তবে অধিদপ্তরের পরিচালক মো. শাহিনুর আলম বলেন, ‘বিশাল কর্মযজ্ঞ সমন্বয় করতে কোথাও কোথাও একটু দেরিতে ভ্যান গেছে। আমি নিজেও দুটি বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেছি। সুলভ মূল্যে পণ্য কিনতে মানুষের এত আগ্রহ, শেষ সময়ে অনেকে খালি হাতে ফিরছেন। সময়মতো ভ্যান পাঠানোর এবং পণ্যের পরিমাণ বাড়ানোর বিষয়ে আমরা চেষ্টা করব।’
রাজধানীর রামপুরা বাজার। বুধবার সকাল ১০ টা। বাজারের সামনে কয়েকজন নারী–পুরুষ দাঁড়িয়ে আছেন। বয়স্কদের সংখ্যাই বেশি। কারণ জানতে চাইলে পূর্ব রামপুরার গৃহিণী পারুল বেগম বললেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে মাংস, ডিম কিনতে এসেছেন। ১০টায় ভ্রাম্যমাণ ফ্রিজিং ভ্যান থেকে পণ্য বিক্রির কথা। কিন্তু ভ্যানেরই দেখা নেই।
সেই ভ্যান আসে সাড়ে ১০টায়। ততক্ষণে লাইন দীর্ঘ হয়েছে। রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো ইদ্রিস হোসাইন বলেন, ‘মঙ্গলবারও গাড়ি অনেক দেরিতে এসেছে। এক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মুরগি-ডিম পাইনি।’
শুধু রামপুরা নয়, দেরিতে ভ্যান গেছে কাকরাইল, সেগুনবাগিচা ও খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বরেও। একই সঙ্গে ক্রেতাদের অভিযোগ, ভ্রাম্যমাণ ভ্যানে পণ্য কম থাকায় অনেকেই পান না।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম বিক্রির বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১০ মার্চ থেকে প্রাণিসম্পদ অধিদপ্তরের ব্যবস্থাপনায় রাজধানীর ৩০টি স্থানে দুধ, ডিম, মাংস এবং মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় আটটি স্থানে মাছ বিক্রি করা হচ্ছে।
কাকরাইলে সোনালী ব্যাংকের উল্টো পাশে প্রাণিসম্পদের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে টাকা নিয়ে ক্রেতাদের টোকেন দিচ্ছিলেন দায়িত্বশীল মোহাম্মদ শাওন। তিনি বলেন, গাড়ির চাকা পাংচার হওয়ায় আধা ঘণ্টা দেরি হয়েছে। সেখানে ভিড় কম থাকায় ক্রেতাদের পণ্য সরবরাহে সমস্যা হয়নি।
সেগুনবাগিচা বাজারের সামনে মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ মাছ বিক্রির ভ্যান দেরিতে পৌঁছে। ১০টা ৪০ মিনিটে ভ্যানটি আসে এবং এক ঘণ্টার মধ্যেই সব মাছ বিক্রি হয়ে যায়। ওই ভ্যানে প্রতি কেজি রুই ২৪০, পাঙাশ ১৩০, তেলাপিয়া ১৩০, পাবদা ৩৩০ টাকায় বিক্রি হয়। পৌনে ১২টার দিকে আসমা বেগম এসে মাছ পাননি। মাছ বিক্রির সঙ্গে যুক্ত নাজমুল বলেন, গাড়িতে তেল নিয়ে আসতে ৪০ মিনিট দেরি হয়েছে। আরেক কর্মী জানান, আগের দিনও যান্ত্রিক ত্রুটির কারণে মুগদায় তিন ঘণ্টা পর ভ্যান গেছে। এতে মাছ বিক্রি না করেই ফিরতে হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার দিকে খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বরে গিয়ে জানা যায়, কম মাছ থাকায় এক ঘণ্টার মধ্যে বিক্রি করে ভ্যান চলে গেছে।
জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীর আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো সমস্যার কারণে দুই-একটি স্থানে দেরি হতে পারে। আগামী দিনগুলোতে যেন সময়মতো ভ্যান যায়, সেই পদক্ষেপ নেব।’
দুপুর সাড়ে ১২টার দিকে খামারবাড়ির বঙ্গবন্ধু চত্বরে প্রাণিসম্পদের ভ্যানের সামনে ছিল ক্রেতাদের ভিড়। সেখানে ফার্মগেটের বাসিন্দা শাহানাজ বেগম জানান, দুধ, ডিম, মাংসের গাড়ি এসেছে ১১টায়। আধা ঘণ্টার বেশি লাইনে দাঁড়িয়ে এক ডজন ডিম ও এক কেজি মুরগি কিনেছেন। খামারবাড়িতে দায়িত্বে থাকা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বেশি পরিমাণ পণ্য আনতে গিয়ে সাড়ে ১০টার দিকে গাড়ি পৌঁছেছে।
জানা গেছে, গাড়ি নষ্ট থাকায় মিরপুরের একটি স্থানে পণ্য পৌঁছেনি।
এসব বিষয়ে জানতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হককে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি। তবে অধিদপ্তরের পরিচালক মো. শাহিনুর আলম বলেন, ‘বিশাল কর্মযজ্ঞ সমন্বয় করতে কোথাও কোথাও একটু দেরিতে ভ্যান গেছে। আমি নিজেও দুটি বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেছি। সুলভ মূল্যে পণ্য কিনতে মানুষের এত আগ্রহ, শেষ সময়ে অনেকে খালি হাতে ফিরছেন। সময়মতো ভ্যান পাঠানোর এবং পণ্যের পরিমাণ বাড়ানোর বিষয়ে আমরা চেষ্টা করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে