অনলাইন ডেস্ক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, কলেজের তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত লটারি পদ্ধতি মেধার যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ। তাদের মতে, এই পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা হওয়া আবশ্যক।
একজন শিক্ষার্থী বলেন, আমরা অনেকদিন ধরে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রুহুল কবির খান জানান, যানজটের কারণে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর জন্য আলোচনা চালানো হয়।
কলেজের বিদায়ী অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এটি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলে, অধ্যক্ষ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষা করছি, আমাদের দাবি দ্রুত সমাধান করা হবে।
দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের দাবি, যদি মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার দাবিতে আজ রোববার সকালে ঢাকার আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকাল ১০টা থেকে কলেজের সামনের সড়কে তারা অবস্থান নেয়। প্রায় আড়াই ঘণ্টা তারা সেখানে অবস্থান করে। এ সময় মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের দাবি, কলেজের তৃতীয়, ষষ্ঠ এবং নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত লটারি পদ্ধতি মেধার যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ। তাদের মতে, এই পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক ভর্তি পরীক্ষা হওয়া আবশ্যক।
একজন শিক্ষার্থী বলেন, আমরা অনেকদিন ধরে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষার দাবি জানিয়ে আসছি। কিন্তু আমাদের দাবির কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়ে আজ আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
শিক্ষার্থীদের অবরোধের কারণে মিরপুর সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রীদের। বিক্ষোভ চলাকালীন পুলিশ ও কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার রুহুল কবির খান জানান, যানজটের কারণে শিক্ষার্থীদের রাস্তা থেকে সরানোর জন্য আলোচনা চালানো হয়।
কলেজের বিদায়ী অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল শামীম ফরহাদ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তিনি তাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এটি এখন মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয়। সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী বলে, অধ্যক্ষ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং আমাদের দাবির বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বস্ত করেছেন। আমরা অপেক্ষা করছি, আমাদের দাবি দ্রুত সমাধান করা হবে।
দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। তবে শিক্ষার্থীদের দাবি, যদি মেধাভিত্তিক ভর্তি পরীক্ষার ব্যবস্থা না করা হয়, তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫