ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহর গাড়িচাপায় গতকাল শুক্রবার ক্যাম্পাস এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। জনতার গণধোলাই খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে জাফর শাহ।
এ ঘটনায় গতকাল থেকে বিক্ষোভ, মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন।
আজ শনিবার বিকেলে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্য দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তিন দফার কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হলো—১. ঢাবির রাস্তা যদি সিটি করপোরেশনের অধীনে থাকে তাহলে এটি ঢাবি কর্তৃপক্ষের আওতায় আনতে হবে। ২. অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ করতে হবে এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। ৩. ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম ইমরোজ ইমি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার, প্রক্টর স্যারের সঙ্গে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসের বিষয়ে আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি। ওনারা আমাদের দাবিগুলো শুনেছেন, ইতিবাচক মনে হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’
কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন বলেন, ‘আমি নিজেও আজকে সেই ঘটনার ভুক্তভোগী হতে পারতাম। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থী ৩৭ হাজারের বেশি। তারা প্রতিনিয়ত এখানে চলাফেরা করে। এ ছাড়া কোনো সাধারণ মানুষও এর ভুক্তভোগী হতে পারত। তাই নিজেদের নিরাপত্তার জায়গা থেকে আমরা দাবিগুলো তুলে ধরেছি। আমরা মনে করি, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।’
শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিগুলো পেশ করেছে সেগুলো যৌক্তিক, তারা আমাদের নিয়মিত শিক্ষার্থীও বটে। আমি তাদের দাবি আমলে নিয়েছি, তাদের আশ্বস্ত করেছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও আলাপ করেছি। আগামীকাল অফিশিয়াল চিঠি পাঠাব সিটি করপোরেশনের মেয়র বরাবর। আশা রাখছি, ক্যাম্পাস নিরাপদ রাখতে আমরা সুন্দর পদক্ষেপ নিতে পারব।’
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমানুল হক, আরিফুল ইসলাম, দ্যুতি অরণ্য চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, গোলাম আযম, মোহাম্মদ রামিম খান, আহামেদউল্যাহ সিয়াম, জালাল আহমেদ, ফারিহা ইসলাম তিফলা প্রমুখ।
আরও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহকারী অধ্যাপক আজহার জাফর শাহর গাড়িচাপায় গতকাল শুক্রবার ক্যাম্পাস এলাকায় এক নারীর মৃত্যু হয়েছে। জনতার গণধোলাই খেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে জাফর শাহ।
এ ঘটনায় গতকাল থেকে বিক্ষোভ, মশাল মিছিল ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্রসংগঠন।
আজ শনিবার বিকেলে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসসহ তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা।
স্মারকলিপি দেওয়ার সময় উপাচার্য দাবিগুলোর সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। স্মারকলিপিতে তিন দফার কথা উল্লেখ করা হয়েছে। দাবিগুলো হলো—১. ঢাবির রাস্তা যদি সিটি করপোরেশনের অধীনে থাকে তাহলে এটি ঢাবি কর্তৃপক্ষের আওতায় আনতে হবে। ২. অনতিবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনিয়ন্ত্রিত যানবাহনের নিয়ন্ত্রণ করতে হবে এবং অভ্যন্তরীণ যানবাহনের ক্ষেত্রে গতিসীমা নিয়ন্ত্রণ করতে হবে। ৩. ক্যাম্পাসের প্রত্যেকটি প্রবেশমুখে চেকপোস্ট বসাতে হবে।
স্মারকলিপি দেওয়ার বিষয়ে শামসুন্নাহার হল ছাত্র সংসদের সাবেক ভিপি শেখ তাসনীম ইমরোজ ইমি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার, প্রক্টর স্যারের সঙ্গে নিরাপদ সড়ক ও ক্যাম্পাসের বিষয়ে আলোচনা করেছি, স্মারকলিপি দিয়েছি। ওনারা আমাদের দাবিগুলো শুনেছেন, ইতিবাচক মনে হয়েছে। আশা করি, দ্রুত সমাধান হবে।’
কবি সুফিয়া কামাল হল সংসদের সাবেক জিএস মনিরা শারমিন বলেন, ‘আমি নিজেও আজকে সেই ঘটনার ভুক্তভোগী হতে পারতাম। ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থী ৩৭ হাজারের বেশি। তারা প্রতিনিয়ত এখানে চলাফেরা করে। এ ছাড়া কোনো সাধারণ মানুষও এর ভুক্তভোগী হতে পারত। তাই নিজেদের নিরাপত্তার জায়গা থেকে আমরা দাবিগুলো তুলে ধরেছি। আমরা মনে করি, আজকের আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং দ্রুততম সময়ের মধ্যে প্রশাসন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সেদিকে আমাদের সতর্ক দৃষ্টি থাকবে।’
শিক্ষার্থীদের স্মারকলিপি ও দাবিগুলোর বিষয়ে জানতে চাইলে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষার্থীরা যে দাবিগুলো পেশ করেছে সেগুলো যৌক্তিক, তারা আমাদের নিয়মিত শিক্ষার্থীও বটে। আমি তাদের দাবি আমলে নিয়েছি, তাদের আশ্বস্ত করেছি। ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গেও আলাপ করেছি। আগামীকাল অফিশিয়াল চিঠি পাঠাব সিটি করপোরেশনের মেয়র বরাবর। আশা রাখছি, ক্যাম্পাস নিরাপদ রাখতে আমরা সুন্দর পদক্ষেপ নিতে পারব।’
স্মারকলিপি দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরমানুল হক, আরিফুল ইসলাম, দ্যুতি অরণ্য চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, গোলাম আযম, মোহাম্মদ রামিম খান, আহামেদউল্যাহ সিয়াম, জালাল আহমেদ, ফারিহা ইসলাম তিফলা প্রমুখ।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫